ভারতের কাছে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণের আইকনিক ছবি রাইসিনা হিলসে সেনা প্রধানের লাউঞ্জ থেকে সরানো নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বহু প্রাক্তন ভারতীয় সেনা অফিসার সেই পদক্ষেপের সমালোচনায় মুখর হন। বিতর্ক দানা বাধে। উল্লেখ্য, সেই ছবি সরিয়ে সেখানে লাগানো হয়েছে ‘কর্মক্ষেত্র’ নামে একটি পেন্টিং। এই গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
২৮ মাদ্রাজ রেজিমেন্টের লেফ্টন্যান্ট কর্নেল থমাস জেকবকে ‘কর্মক্ষেত্র’ নামে ওই পেন্টিংয়ের জন্য ধন্যবাদ জানান জেনারেল দ্বিবেদী। লেফ্টন্যান্ট কর্নেল জেকবই ওই পেন্টিংয়ের স্রষ্টা। সেই পেন্টিংর সঙ্গে সম্পর্কিত রয়েছে ‘মহাভারত’। এদিকে, রাইসিনা হিলসে সেনা প্রধানের লাউঞ্জে যে জায়গায় বর্তমানে এই ‘কর্মক্ষেত্র’ ছবিটি রাখা হয়েছে, সেখানে আগে রাখা ছিল ১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি। ছবিটি সরিয়ে ম্যানেকশ কনভেনশন সেন্টারে লাগানো হয়েছে। প্রশ্ন উঠছে, কেন সেই ছবি সরানো হল? কেনই বা তার জায়গায় নতুন পেন্টিং এল? সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘আপনি যদি ভারতের সোনালী ইতিহাস দেখেন - এর তিনটি অধ্যায় রয়েছে। এতে ব্রিটিশ আমল, মুঘল যুগ এবং তার আগের যুগ রয়েছে। আমরা যদি এটি এবং সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি সংযোগ করতে চাই তবে প্রতীকবাদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’ পেন্টিং নিয়ে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন,'এটাও বলা হচ্ছে যে প্যাংগং সোর তীরে কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন অর্ধ-পরিহিত ব্রাহ্মণ।' তিনি বলেন,'ভারতীয়রা যদি চাণক্যকে না জানে, তাহলে তাদের সভ্যতাগত পদ্ধতির দিকে ফিরে যেতে হবে।' নতুন পেন্টিং, কর্মক্ষেত্রের মানে হল ‘কাজের জায়গা’। সেনাপ্রধান বলছেন, এটি প্রাচীন, বর্তমান ও ভবিষ্যতকে প্রতীকীকরণ করে। জেনারেল দ্বিবেদী বলেন,'যদি আমাকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযুক্ত করতে হয়, তবে এটি তার প্রতীক।'
রাইসিনা হিলসে সেনা প্রধানের লাউঞ্জ থেকে ১৯৭১ সালে পাকিস্তানের সেনার আত্মসমর্পণের ছবি সরানো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। যে ছবি ‘কর্মক্ষেত্র’ এসেছে, সেখানে রয়েছে লাদাখের দৃশ্য। সেখানে একটি রথে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণকে। অন্যদিকে রয়েছেন চাণক্য। যা দিয়ে 'স্ট্র্যাটেজিক ইন্টালিজেন্স'কে ইঙ্গিতবহ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেনা প্রধান বলছেন,' এই ছবিটি সেনাবাহিনীকে ধর্মের রক্ষক হিসাবে চিত্রিত করে, জাতির মূল্যবোধ রক্ষক এবং এটিকে একটি প্রযুক্তিগতভাবে উন্নত, সমন্বিত শক্তি হিসাবে চিত্রিত করে।'