বাংলা নিউজ > ঘরে বাইরে > Mexico to US Migrants News: ‘ট্রাম্প গদিতে বসার আগেই আমেরিকা পৌঁছতে হবে’! মেক্সিকো থেকে হাঁটা শুরু ১,৫০০ পরিযায়ীর

Mexico to US Migrants News: ‘ট্রাম্প গদিতে বসার আগেই আমেরিকা পৌঁছতে হবে’! মেক্সিকো থেকে হাঁটা শুরু ১,৫০০ পরিযায়ীর

ফাইল ছবি (রয়টার্স)

এদিকে, বুধবারই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম বলেন, তাঁর সরকার একটি প্রামাণ্য নথি প্রস্তুত করছে। যে নথি প্রমাণ করবে, আমেরিকার আর্থিক উন্নয়নে মেক্সিকো থেকে যাওয়া কর্মী ও শ্রমিকদের ঠিক কতটা অবদান রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ফের একবার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই পৌঁছতে হবে আমেরিকায়! এই লক্ষ্য সামনে রেখেই বুধবার মেক্সিকোর টাপাচুলা শহর থেকে হাঁটা শুরু করেছেন শয়ে শয়ে পরিযায়ী!

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। তাদের তরফে প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, এবার হোয়াইট হাউসে ফিরেই সীমান্ত সুরক্ষা নীতি আরও কঠোর করবেন তিনি। যাতে অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা যায়।

একইসঙ্গে, আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী অ-মার্কিনিদের দ্রুত তাঁদের দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেও আগামী জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। তার আগেই আমেরিকায় পৌঁছে যেতে চাইছেন মেক্সিকো ও অন্যান্য দেশের সেইসব নাগরিক, যাঁরা ভাগ্যান্বেষণে মার্কিন মুলুকে পাড়ি দেন।

সূত্রের দাবি, স্থানীয় সময় অনুসারে বুধবার কাকভোরে টাপাচুলা থেকে হাঁটা শুরু করে প্রায় ১,৫০০ পরিযায়ীর একটি বিরাট দল! গন্তব্যে পৌঁছতে তাদের হাঁটতে হবে প্রায় ২,৬০০ কিলোমিটার (১,৬০০ মাইলেরও বেশি)!

তাঁদেরই মধ্যে একজন সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, 'ওখানে (আমেরিকায়) পৌঁছতে পারাটাই আমার লক্ষ্য। আমি চাই, ট্রাম্প ক্ষমতায় বসার আগেই যাতে আমি আমার অ্যাসাইলাম বা আশ্রয় পাওয়ার আবেদন জানাতে পারি এবং আমার সাক্ষাৎকার পর্বও যাতে মিটে যায়।'

একইসঙ্গে ওই ব্যক্তির গলায় ঝরে পড়েছে চরম হতাশা। তিনি বলেছেন, 'যদি ট্রাম্প ক্ষমতা দখলের আগে আমি সেখানে থাকার আবেদন জানানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট না পাই, তাহলে আমি পুরোটাই ঈশ্বরের হাতে ছেড়ে দেব। তিনি আমার সঙ্গে যা করবেন, আমি সেটাই মেনে নেব।'

প্রায় একই সুর শোনা গিয়েছে এক মহিলা পরিযায়ীর গলাতেও। তিনি বলেন, তাঁর ভয় হল, দ্রুত যদি সীমান্ত না পেরোতে পারেন, তাহলে তাঁকে এপারেই (মেক্সিকোয়) আটকে থাকতে হবে। তাহলে এত দিন ধরে আমেরিকা পৌঁছনোর জন্য তিনি যত পরিশ্রম করেছেন, সব বিফল হয়ে যাবে। তাই, শত কষ্ট সত্ত্বেও তিনি তাঁর সফর অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন আমেরিকায় বেআইনি অভিবাসন ও অনুপ্রবেশের বাড়বাড়ন্ত নিয়ে আগাগোড়া সুর চড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের কুর্সিতে ফিরলেই তাঁর সরকার ও সেনা প্রশাসন বেআইনি অভিবাসীদের দলে দলে আমেরিকা থেকে বিদায় করবে।

মার্কিন প্রশাসনের হিসাব বলছে, এই মুহূর্তে আমেরিকায় অন্তত ১ কোটি ১০ লক্ষ মানুষ বেআইনিভাবে বসবাস করছে। ট্রাম্পের অভিযোগ, এই অনুপ্রবেশকারীরাই আমেরিকানদের লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে!

এদিকে, বুধবারই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম বলেন, তাঁর সরকার একটি প্রামাণ্য নথি প্রস্তুত করছে। যে নথি প্রমাণ করবে, আমেরিকার আর্থিক উন্নয়নে মেক্সিকো থেকে যাওয়া কর্মী ও শ্রমিকদের ঠিক কতটা অবদান রয়েছে।

পরবর্তী খবর

Latest News

রাত পোহালেই ২০২৫ মকর সংক্রান্তি, রইল স্নান ও দানের পূণ্য তিথি তখন তিনি টেলিপর্দার 'গোরাদা', অভিনেতা সব্যসাচীর কোলে এই শিশুটিকে চিনতে পারছেন? ঐশ্বর্যর সাথে রোম্যান্স! নব্বইয়ের হিট নায়ক সর্বস্ব খুইয়ে কাজ নেন পেট্রোলপাম্পে স্যালাইন কাণ্ডে গাফিলতি ছিল, মানলেন মুখ্য়সচিব, সিআইডি তদন্তের নির্দেশ রূপসার উন্মুক্ত বেবি বাম্প! সামাজিক বিয়ের আগেই প্রেগন্যান্ট, কবে আসছে সন্তান? বক্স অফিসে অশ্বমেধ ঘোড়া খাদান! ছবির প্রচারে বেলঘরিয়ায় এলেন দেব, উল্লাসে জনজোয়ার প্রথম সেট জিতেও অঘটন ঘটাতে পারলেন না নীশেষ, জকোভিচের কাছে হারলেন বাসবরেড্ডি আজও কাশ্মীরে যত জঙ্গি রয়েছে, তাদের ৮০ শতাংশই পাকিস্তানি: সেনাপ্রধান ভুয়ো ভোটার কার্ড বানানোর চেষ্টা মুর্শিদাবাদের তরুণীর, ধরে ফেলল নির্বাচন কমিশন ‘আপনি কথা রেখেছেন’ Z-morh সুড়ঙ্গের উদ্বোধনে মোদীর প্রশংসায় ওমর আবদুল্লা

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.