বাংলা নিউজ > ঘরে বাইরে > শেয়ার লেনদেনে পরিকল্পিত ষড়যন্ত্রে যুক্ত ছিলেন আরশাদ তেমন প্রমাণ নেই, রায় SAT-এর

শেয়ার লেনদেনে পরিকল্পিত ষড়যন্ত্রে যুক্ত ছিলেন আরশাদ তেমন প্রমাণ নেই, রায় SAT-এর

ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

'আবেদনকারীদের লেনদেনের কারণে স্ক্রিপের দাম বেড়েছে এমন কোনও প্রমাণ নেই। এমন কোনও প্রমাণই নেই যে আপিলকারীরা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছেন। আপিলকারীরা ইউটিউব চ্যানেলে ভিডিয়ো তৈরি, শেয়ার, প্রচার এবং আপলোডের সঙ্গে যে জড়িত ছিলেন, তারও কোনও প্রমাণ নেই,' আদেশে লিখেছে SAT।

কিছুটা নিষ্কৃতি পেলেন বলি অভিনেতা আরশাদ ওয়ার্সি ও তাঁর স্ত্রী মারিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার(SEBI) অন্তর্বর্তী আদেশকে আংশিক বাতিল করল সিকিউরিটিজ অ্যান্ড আপিল ট্রাইব্যুনাল (SAT)। সাধনা ব্রডকাস্টের শেয়ারের দাম কারচুপি করার অভিযোগে স্টক মার্কেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আরশাদ ওয়ার্সি ও তাঁর স্ত্রী।

সোমবার, ট্রাইব্যুনাল জানায়, এমন কোনও প্রমাণই নেই যে অভিযুক্ত তিনজন স্টকের দাম বাড়ানো এবং বিনিয়োগকারীদের প্ররোচিত করার পরিকল্পনায় জড়িত ছিলেন। আরও পড়ুন: শেয়ার বাজারে ছুটছে আদানি গ্রুপ! মাত্র ২ দিনে ৩,০০০ কোটি টাকা কামালেন NRI

'আপিলকারীদের বিরুদ্ধে এমন কোনও প্রমাণ নেই যে তাঁরা কোনও পরিকল্পিত ষড়যন্ত্রে নিযুক্ত ছিলেন,' বলা হয়েছে SAT-র নির্দেশিকা।

'আবেদনকারীদের লেনদেনের কারণে স্ক্রিপের দাম বেড়েছে এমন কোনও প্রমাণ নেই। এমন কোনও প্রমাণই নেই যে আপিলকারীরা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করেছেন। আপিলকারীরা ইউটিউব চ্যানেলে ভিডিয়ো তৈরি, শেয়ার, প্রচার এবং আপলোডের সঙ্গে যে জড়িত ছিলেন, তারও কোনও প্রমাণ নেই,' আদেশে লিখেছে SAT।

'WTM (পুরো সময়ের সদস্য)-এর দ্বারা আপিলকারীদের বিরুদ্ধে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা কঠোর ও অযৌক্তিক এবং জারি রাখা যায় না,' উল্লেখ করেছে SAT।

২ শে মার্চ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ইউটিউবে বিভ্রান্তিকর ভিডিয়ো বানিয়ে সাধনা ব্রডকাস্ট এবং শার্পলাইন ব্রডকাস্টের শেয়ারের দাম বৃদ্ধি করার অভিযোগ তোলে। এই কারণে আরশাদ ওয়ার্সি এবং মারিয়া-সহ ৪৫ টি সত্ত্বাকে সিকিউরিটিজ মার্কেট থেকে নিষিদ্ধ করে।

বাজার নিষেধাজ্ঞার পাশাপাশি, নিয়ন্ত্রক সংস্থাগুলি মোট ৫৪ কোটি টাকা অবৈধভাবে লাভ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল।

সেবির আদেশ বাতিল করে, ট্রাইব্যুনাল জানিয়েছে নিয়ন্ত্রক দ্বারা তদন্ত না হওয়া পর্যন্ত এই তিনজনকে সাধনা ব্রডকাস্টের স্টকে লেনদেন করা থেকে নিষিদ্ধ রাখা হবে। অভিযুক্ত বেআইনি মুনাফার মধ্যে থেকে ৫০ শতাংশ একটি এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে। সেবিকে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় বলিউড অভিনেতা আরশাদ ওয়ার্সি মুন্না ভাই এমবিবিএস, গোলমাল এবং জলি এলএলবি-এর মতো সিনেমার জন্য সুপরিচিত। গত ২ মার্চ অভিনেতা আরশাদ ওয়ারসি, তাঁর স্ত্রী মারিয়া গোরেটি এবং সাধনা ব্রডকাস্টের মালিকসহ মোট ৩১টি সংস্থাকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছিল সেবি। আরও পড়ুন: 'শারদায় বিনিয়োগ করে আমারও টাকা ডুবেছে', শেয়ার বাজার থেকে নিষিদ্ধ হয়ে বললেন আরশাদ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন