বাংলা নিউজ > ঘরে বাইরে > কৈলাসদের আগমনে পিছল আরতির সময়, বাইরে দাঁড়িয়ে রইলেন পুরহিত

কৈলাসদের আগমনে পিছল আরতির সময়, বাইরে দাঁড়িয়ে রইলেন পুরহিত

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ফাইল ছবি (HT_PRINT)

আরতি শুরু করতে করতে আধ ঘণ্টা দেরি হয়ে যায়।

‌বিজেপি নেতাদের জন্য এক নিয়ম। আর অন্য পুণ্যার্থীদের জন্য অন্য নিয়ম। এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ ৩ বিজেপি নেতাকে মন্দিরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও আর কোনও পুণ্যার্থীকে অবশ্য ঢোকার অনুমতি দেওয়া হয়নি। প্রধান পুরহিতকে মন্দিরের গেটে দাঁড় করিয়ে চলে পুজা। ফলে আরতির সময়ও দেরি হয়ে যায়।

জানা গিয়েছে, মহাকালেশ্বর মন্দিরে নাগপঞ্চমী উপলক্ষে পুজো দিতে এসেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ ২ বিজেপি নেতা। ভোর তিনটের সময়ে তাঁরা পুজো দিতে আসেন। দুধ ও জল দিয়ে তাঁরা পুজো দেন। তাঁদের এই পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রত্যাহিক আরতি আধ ঘণ্টা দেরি হয়ে যায়। মন্দিরের প্রধান দুই পুরহিত অজয় পণ্ডিত ও সঞ্জয় পুজারি জানান, যেহেতু বিজেপি নেতারা এসেছিলেন, তাই আরতি শুরু করতে আধ ঘণ্টা দেরি হয়েছে। মন্দির প্রশাসনের তরফে মন্দিরের দরজা বন্ধ করে রাখা হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে রাখা হয়। প্রধান পুরহিত অজয় পণ্ডিত জানান, তাঁকে মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ৪৫ মিনিট তিনিও মন্দিরের ভিতরে ঢুকতে পারেননি। একইসঙ্গে তিনি জানান, ভিআইপিরা মন্দিরে আসার জন্য মন্দিরের প্রচলিত রীতি নীতিতেও ছেদ পড়েছে। সেক্ষেত্রে যেখানে ভোর ৪ থেকে ৫টা মন্দিরে আরতির সময় ছিল, সেক্ষেত্রে আরতি শুরু করতে করতে আধ ঘণ্টা দেরি হয়ে যায়। মন্দির প্রশাসনের তরফে গোটা বিষয়টিতে এতটাই গোপনীয়তা রাখা হয়েছিল যে মন্দিরের সব দরজা বন্ধ করে দেওয়া হয়।

এভাবে মন্দিরের প্রচলিত রীতি নীতিতে ছেদ পড়ায় বিষয়টিকে ভালো ভাবে নেননি প্রধান পুরহিত। তিনি জানান, বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জানাবেন। ভিআইপিদের এভাবে দর্শনের বিষয়টিকে তিনি মানতে পারছেন না। মন্দিরের দরজা বন্ধের নির্দেশ যাকে দেওয়া হয়েছিল, সেই দীনেশ জয়সওয়াল জানান, তাঁর কাছে মন্দিরের গেট বন্ধ করার নির্দেশ এসেছে। তিনি সেই নির্দেশ মতো কাজ করেছেন। এর থেকে তিনি বেশি কিছু বলতে পারবেন না।

বন্ধ করুন