SCO বিদেশমন্ত্রীদের বৈঠকের পর গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। জয়শঙ্কর সরাসরি বলেন, ' ঘুম থেকে উঠে পড়ুন। 370 এখন ইতিহাস। যত তাড়াতাড়ি মানুষ এটি উপলব্ধি করবে, ততই মঙ্গল।' জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের বিষয়ে করা প্রশ্নের উত্তরে তিনি এমনটা বলেন।
1/5৩৭০ ধারা ইতিহাস। লোকে যত তাড়াতাড়ি তা উপলব্ধি করবেন ততই তাঁদের জন্য মঙ্গল। ৫ এপ্রিল এমনটাই বললেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Print)
2/5SCO বিদেশমন্ত্রীদের বৈঠকের পর গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। জয়শঙ্কর সরাসরি বলেন, ' ঘুম থেকে উঠে পড়ুন। 370 এখন ইতিহাস। যত তাড়াতাড়ি মানুষ এটি উপলব্ধি করবে, ততই মঙ্গল।' জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের বিষয়ে করা প্রশ্নের উত্তরে তিনি এমনটা বলেন। ফাইল ছবি: এপি (HT Print)
3/5জয়শঙ্কর এদিন আরও জানান, G20-তে পাকিস্তানের কিছু করার নেই। শ্রীনগর নিয়েও পাকিস্তানের কিছুই করার নেই। ডঃ এস জয়শঙ্কর বলেন, ‘কাশ্মীর নিয়ে আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র একটি ইস্যুই রয়েছে। সেটি হল পাকিস্তান কখন পাক অধিকৃত কাশ্মীর থেকে তার অবৈধ দখলদারী হঠাবে।’ ফাইল ছবি: এএফপি (HT Print)
4/5পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা কি করা যেতে পারে? এই বিষয়ে জয়শঙ্কর বলেন, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমাধান না করা পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার কোনও জায়গাই নেই। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের শিকার হওয়া ব্যক্তিরা কখনও সন্ত্রাসবাদীদের সঙ্গেই সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করতে বসে না।’ ফাইল ছবি: পিটিআই (HT Print)
5/5'সন্ত্রাসবাদের শিকাররা হওয়া ব্যক্তিরা নিজেদের আত্মরক্ষা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করেন,' বলেন তিনি। এর আগের দিনও, এস জয়শঙ্কর আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সামগ্রিক সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছোন বিলাওয়াল ভুট্টো জারদারি। গত প্রায় ১২ বছরের মধ্যে এই প্রথম কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রীর ভারত সফর। ফাইল ছবি: পিটিআই (HT Print)