গত লোকসভা ভোটে বন্ধু হয়ে হাতে হাত রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল আপ এবং কংগ্রেস। তবে দিল্লির বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই সেই বন্ধুত্বে চিড় ধরেছে। কারণ এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে দিল্লিতে। ফলে নির্বাচনকে ঘিরে এবার একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করল দুই দল। নির্বাচনী প্রচারে এসে সরাসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেছিলেন, মিথ্যাচারীতায় নরেন্দ্র মোদীর সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে কোনও পার্থক্য নেই। কংগ্রেস নেতা দিল্লিতে নির্বাচনী সভা থেকে জাতিশুমারি এবং আদানি ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীরব থাকার জন্য প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন। এবার পালটা রাহুল গান্ধীকে নিশানা করলেন কেজরিওয়াল।
আরও পড়ুন: ‘কেজরিওয়াল হলেন দলের ‘আপদ’, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা’ কটাক্ষ অমিত শাহর
তিনি বলেন, ‘আজ রাহুল গান্ধী দিল্লিতে এসেছেন। তিনি আমাকে নিয়ে অনেক কিছু বলেছেন। কিন্তু, আমি তাঁর বক্তব্য নিয়ে কিছু মন্তব্য করতে চায় না।’ প্রচার এবং মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে রাহুল মোদীর সঙ্গে কেজরিওয়ালের তুলনা করেন। রাহুল নিশানা করার পরেই কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি পালটা রাহুলকে খোঁচা দিয়ে বলেন, ‘রাহুলের লড়াই কংগ্রেসকে বাঁচানোর জন্য আর আমার লড়াই হল দেশকে বাঁচানোর জন্য।’ কেজরিওয়াল আরও বলেছেন, যে ইন্ডিয়া ব্লকের দুটি প্রধান শরিক আপকে সমর্থনের কথা জানিয়েছে। এর আগে, রাহুল দূষণ, দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি নিয়ে দিল্লির আপ সরকারকে আক্রমণ করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি দূর করার কথা বলেছিলেন। তিনি কি দুর্নীতি দূর করেছেন? মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মতো মোদীজির প্রচারের মতো, তিনি একই কৌশল অনুসরণ করছেন। দিল্লিতে দূষণ, দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি বাড়ছে।’ তিনি কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবং কেজরিওয়ালের অধীনে দেশের রাজধানী রাজ্যের তুলনাও করেছিলেন। উল্লেখ্য, দিল্লিতে নির্বাচন হবে ৫ ফেব্রুয়ারি এবং ভোট গণনা হবে ৮ ফেব্রুয়ারি। সেই লক্ষ্যে সব দল কোমর বেঁধে নেমে পড়েছে। ভোট যুদ্ধের মাঠে কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ।