দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অটোচালকদের জন্য বড় ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির অটো চালকদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন। তাতে বলা হয়েছে, অটো চালকদের ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযোগ থাকবে। একইসঙ্গে অটোচালকের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা সাহায্যের কথাও ঘোষণা করেছেন কেজরিওয়াল। এছাড়াও, অটোচালকদের ইউনিফর্ম থেকে শুরু করে সন্তানদের কোচিং খরচ নিয়েও প্রতিশ্রুতি দিয়েছে আপ।
আরও পড়ুন: কুড়ি জন বিধায়কের মধ্যে ১৬ জনকে বসিয়ে দিল আপ, দ্বিতীয় তালিকায় চমক দিল্লিতে
মঙ্গলবার এই প্রতিশ্রুতি দেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল অটোচালকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কেজরিওয়াল বলেন, ‘আমি আমার বাড়িতে অটোচালকদের সঙ্গে একটি বৈঠক করেছি। আমি অটো চালকদের জন্য পাঁচটি প্রতিশ্রুতি দিতে চাই। আগামী ফেব্রুয়ারিতে যখন আমরা আবার ক্ষমতায় আসব, তখন আমরা এই পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়িত করব।’
প্রতিশ্রুতিতে বলা হয়েছে, আপ সরকার গঠন করলে অটোচালকদের ১০ লক্ষ টাকার জীবন বিমা এবং ৫ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা প্রদান করবে। আপ আহ্বায়ক বলেছেন, তাঁদের সরকার সমস্ত অটো চালকের মেয়ের বিয়ের জন্য ১ লক্ষ টাকা সাহায্য দেবে। এর পাশাপাশি কেজরিওয়াল দীপাবলি এবং হোলির সময় ইউনিফর্ম কেনার জন্য তাদের ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি অটো চালকদের তাদের স্কুলের বাচ্চাদের বিনামূল্যে কোচিং প্রদান এবং ‘পুচও’ অ্যাপ পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে বুক করা যায় অটো। প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ। এই ৩১ জনের মধ্যে ২০টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বা নতুন মুখ আনা হয়েছে। যে বিধায়কদের টিকিট পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে প্রাক্তন ডেপুটি সিএম মণীশ সিসোদিয়া এবং বিধানসভার ডেপুটি স্পিকার রাখি বিদলানের নামও রয়েছে।
মনীশ সিসোদিয়াকে এবার জংপুরা থেকে প্রার্থী করা হয়েছে। ডেপুটি স্পিকার রাখি বিদলানের আসন পরিবর্তন করে তাঁকে মাদিপুর থেকে প্রার্থী করা হয়েছে।তিমারপুর আসনের বিধায়ক দিলীপ পান্ডে দিল্লি বিধানসভায় আপের চিফ হুইপ। তাঁর টিকিট বাতিল করে সুরেন্দ্র পাল সিং বিট্টুকে টিকিট দেওয়া হয়েছে। তিমারপুর থেকে দুবার বিধায়ক হওয়া বিট্টু সম্প্রতি বিজেপি থেকে আপে যোগ দিয়েছেন।