ভেঙে গেল কেজরি'ওয়াল'। যে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে উত্থান হয়েছিল, সেই আসনেই হেরে গেলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৪,০৪৯ ভোটে পরাজিত হলেন। ২০১৩ সাল থেকে নয়াদিল্লি বিধানসভা আসনে টানা তিনবার জিতেছিলেন কেজরিওয়াল। কিন্তু চতুর্থবারে সফল হলেন না। বরং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে ৪৮ বছর পরে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটালেন পরবেশ। আর কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত অত্যন্ত হতাশ করেছেন। ২০১৩ সালে তাঁর মা শিলা দীক্ষিতকে হারিয়েই নয়াদিল্লি আসনে নিজের যুগের সূচনা করেছিলেন কেজরি। মায়ের আসন পুনরুদ্ধার করতে পারলেন না সন্দীপ। যদিও কংগ্রেস ও আপ পৃথকভাবে লড়াই করায় যে ভোটাকাটাকুটি হয়েছে, তা কেজরিওয়ালের বিপদ ডেকে এনেছে।
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের রাউন্ড-ভিত্তিক গণনা
আরও পড়ুন: Kiran Bedi: 'সময়ই সবকিছু বলবে,' দিল্লি দখলের পথে বিজেপি, নতুন আশায় কিরণ বেদী
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র ও কেজরিওয়ালের আধিপত্য
২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শিলা দীক্ষিতকে হারিয়ে লাইমলাইটে চলে এসেছিলেন কেজরিওয়াল। ২৫,০০০-র বেশি ভোটে কংগ্রেসের 'মুখ'-কে হারিয়ে দিয়েছিলেন। দু'বছর পরে জয়ের মার্জিন আরও বাড়িয়েছিলেন। জিতেছিলেন প্রায় ৩২,০০০ ভোটে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের জয়ের মার্জিন ছিল ২১,৬৮৭। সেখান থেকে ২০২৫ সালে হেরে গেলেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের সেই আধিপত্যের আগেও নয়াদিল্লি আসনে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। বরং ১৯৭৭ সাল থেকে একবারও নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটেনি। দিল্লির কুর্সিতে বসেছে। লোকসভা নির্বাচনে ঝড় তুলেছে। কিন্তু নয়াদিল্লি বিধানসভা আসন অধরা থেকে গিয়েছিল বিজেপির। কিন্তু ২০২৫ সালে পরবেশের হাত ধরে বাজিমাত করল পদ্মশিবির।
কেজরিওয়ালকে হারানো পরবেশ বর্মা আদতে কে?
১) দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা সাহিব সিং বর্মার ছেলে হলেন পরবেশ। তাঁর কাকা আজাদ সিং উত্তর দিল্লি পুরনিগমের মেয়র ছিলেন।
২) ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন পরিবেশ। দিল্লি পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়েের অধীনস্থ কিরোরি মাল কলেজ থেকে স্নাতক স্তরের সম্পূর্ণ করেন পরিবেশ। তারপর এমবিএ করেন।
৩) ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মেহরাউলি আসন থেকে জিতেছিলেন পরবেশ। ২০১৪ সালে পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। ২০১৯ সালে ওই কেন্দ্র থেকে ৫.৭৮ লাখ ভোটে জিতেছিলেন পরবেশ। আর এবার বিধানসভা নির্বাচনের আগে ‘কেজরিওয়াল হটাও, দেশ বাঁচাও’ স্লোগান তুলেছিলেন।