'অতিরিক্ত আত্মবিশ্বাসী' হওয়া কখনই উচিত নয়। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে এটাই 'সবথেকে বড় শিক্ষা' পাওয়া গিয়েছে। মঙ্গলবার একথা বলেন আম আদমি পার্টি (আপ)-এর নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল, এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে নাকি বাজিমাত করবে কংগ্রেস। কিন্তু, বাস্তবে কংগ্রেসকে পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছে বিজেপি। আর এই ঘটনা থেকেই সকলের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন আপ নেতা।
সর্বশেষ যে খবর সামনে এসেছে, সেই অনুসারে, হরিয়ানায় আবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। রাজ্যের মোট ৯০টি বিধানসভা আসনের মধ্যে তারা অন্তত ৫০টি আসনে এগিয়ে রয়েছে।
এই প্রেক্ষাপটে দিল্লিতে আম আদমি পার্টির পুর কাউন্সিলরদের সঙ্গে একটি বৈঠক যোগ দেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তিনি দলীয় সহযোদ্ধা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, 'হরিয়ানায় কী ফলাফল হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। এই ফলাফল থেকে সবথেকে বড় যে শিক্ষা আমরা পেয়েছি, তা হল, কোনও অবস্থাতেই কারও অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না।'
এরই সঙ্গে কেজরিওয়াল বলেন, 'কোনও নির্বাচনকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রত্যেকটি নির্বাচন, প্রত্যেকটি আসন অত্যন্ত কঠিন।'
উল্লেখ্য, প্রথমে আপ নেতৃত্ব ঠিক করেছিল, হরিয়ানার এবারের বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করবে। কিন্তু, সেটা সম্ভব হয়নি। কারণ, দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া করা যায়নি। ফলে, ভোটের আগে পর্যন্ত নির্বাচবনী জোট গঠন করাও সম্ভব হয়নি।
উল্লেখ্য, জোটে থাকার বিনিময়ে কংগ্রেসের কাছ থেকে মাত্র ৯টি আসন চেয়েছিল আম আদমি পার্টি। কিন্তু, কংগ্রেস সেই প্রস্তাবে রাজি হয়নি। এর জেরে পরবর্তীতে রাজ্যের ৯০টি আসনের মধ্যে ৮৯টি আসনেই প্রার্থী দেয় কেজরিওয়ালের দল।
মঙ্গলবার নির্বাচনের গণনা শুরু হতেই দেখা যায়, আপ প্রার্থীদের অবস্থা শোচনীয়। প্রায় সব আসনেই তাঁরা বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের পিছনে থেকেছেন।
দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হতেই হরিয়ানার নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন কেজরিওয়াল। সেই সময় তিনি দাবি করেছিলেন, আদামী দিনে যে দলই রাজ্যে সরকার গঠন করুক না কেন, তাদের আম আদমির পার্টির সমর্থন নিতেই হবে। তা না হলে কেউই এককভাবে সরকার গড়তে পারবে না।
কেজরিওয়ালের সেই ভবিষ্যদ্বাণী মেলেনি। তাই এবার আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে মনোনিবেশ করছেন তিনি। দলীয় সহকর্মীদেরও সেই বার্তা দিয়েছেন।
এদিন দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে কেজরিওয়াল মনে করিয়ে দেন, আগামী বছরের শুরুতেই (ফেব্রুয়ারি, ২০২৫) দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার আগে দলীয় কাউন্সিলরদের মন দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আপ নেতা। কেজরিওয়ালের স্পষ্ট বার্তা, যেসব ওয়ার্ডে আম আদমি পার্টির কাউন্সিলররা রয়েছেন, সেইসব ওয়ার্ডে যেন দ্রুত ও নিয়মিত আবর্জনা পরিষ্কারের কাজ করা হয়। আবর্জনা সংগ্রহের পর তা যেন দ্রুত নিষ্কাষণের ব্যবস্থাও করা হয়।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দলীয় কাউন্সিলরদের বলেন, 'এই নির্বাচনে (আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচন) আপনাদের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনারা যদি আপনাদের এলাকায় আবর্জনা নিষ্কাষণের বিষয়টি নিশ্চিত করতে পারেন, তাহলেই আমরা নির্বাচন জিততে পারব। এটা অত্যন্ত সাধারণ একটি নাগরিক পরিষেবা।'