বাংলা নিউজ > ঘরে বাইরে > Liz Truss Vs Lettuce: লিজ ট্রাস ইস্তফা দিতেই 'লেটুস জিতে গিয়েছে' পোস্ট ভাইরাল কেন? মশকরা নেটমহলে

Liz Truss Vs Lettuce: লিজ ট্রাস ইস্তফা দিতেই 'লেটুস জিতে গিয়েছে' পোস্ট ভাইরাল কেন? মশকরা নেটমহলে

লিজ ট্রাসের সঙ্গে লেটুস শাকের তুলনা

ঘটনা অবাক করার মতোই। লিজ ট্রাসের ইস্তফা ঘোষিত হতেই ‘ডেইলি স্টার’ এর টুইটার পোস্টে লেখা হয় ‘জিতল লেটুস’। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে কেন এমনটা লেখা হল? আর তা নিয়ে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

সদ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর পদে ৪৫ দিন থাকার পর শেষমেশ তিনি পদ্যতার করলেন তাঁর আর্থিক নীতি ঘিরে প্রবল সমালোচনার মুখে। এদিকে, ব্রিটেনের বুকে যখন রাজনৈতিক ডামাডোল, তখন টুইটার ব্যস্ত এক মজার খোরাক নিয়ে! সেখানে ইস্তফা দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে তুলনা করা হয়েছে লেটুস শাকের।

ঘটনা অবাক করার মতোই। লিজ ট্রাসের ইস্তফা ঘোষিত হতেই ‘ডেইলি স্টার’ এর টুইটার পোস্টে লেখা হয় ‘জিতল লেটুস’। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে কেন এমনটা লেখা হল? আর তা নিয়ে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা। উল্লেখ্য, লিজ ট্রাসের সমালোচনায় নেমে এই মিডিয়া হাউস সদ্য একটি ছবি দিয়ে প্রশ্ন তোলে যে, ‘আইসবার্গ লেটুস’ বেশিদিন টিকবে নাকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদিতে লিজ ট্রাস বেশিদিন থাকছেন? আর তা নিয়ে শুরু হয় মশকরা। এর পর পরই লিজের ইস্তফার খবর আসে। আর সঙ্গে সঙ্গে ‘ডেইলি স্টার’ এর টুইটার পোস্টে লেখা হয়ে যায় ‘জিতল লেটুস’। উল্লেখ্য,লেটুসের সঙ্গে লিজ ট্রাসের তুলনা করে লাইভস্ট্রিমে দর্শকদের মতামতও নিয়েছে ওই মিডিয়া হাউস। সেই ঘটনা ব্রিটেনের বুকে বেশ জনপ্রিয় হয়। এদিকে, ততদিনে দেশজোড়া সমালোচনার মুখে পড়েন লিজ। তাঁর আর্থিক নীতি নিয়ে বিপক্ষের পাশাপাশি দলের মধ্যেও নিন্দার শিকার হন তিনি।

তাঁর অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে লিজ নিজে অপসারিত করলেও, তাংর স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এদিন পদত্যাগ করেন। সুয়েলা নিজের পদত্যাগ পত্রে সাফ জানান যে, জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মেনে চলা হয়নি। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। তিনি লিজের নেতৃত্বাধীন সরকাররে ভবিষ্যৎ নিয়েও বেশ উদ্যোগ প্রকাশ করেন। তবে এই ডামাডোলের মধ্যে একটি বিষয়ে ভারতীয়দের ফোকাস বাড়ছে, তা হল ঋষি সুনাক! প্রধানমন্ত্রিত্বের দৌড়ে লিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঋষিই। ফলে লিজের ইস্তফায় তাঁর রাস্তা কতটা পরিষ্কার হল সেদিকে তাকিয়ে বিশ্বও।

 

 

 

 

 

 

বন্ধ করুন