বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘Z’ ক্যাটাগরি নিরাপত্তা চাই না, ‘A’ ক্যাটাগরির নাগরিকত্ব চাই: সংসদে সরব ওয়াইসি

‘Z’ ক্যাটাগরি নিরাপত্তা চাই না, ‘A’ ক্যাটাগরির নাগরিকত্ব চাই: সংসদে সরব ওয়াইসি

সংসদে বক্তৃতা রাখছেন আসাদউদ্দিন ওয়াইসি (ছবি সৌজন্যে সংসদ টিভি) (HT_PRINT)

ওয়াইসি সংসদে জানান, কেন্দ্রীয় সরকারের জেড ক্যাটাগরির নিরাপত্তা তিনি গ্রহণ করবেন না।

উত্তরপ্রদেশে গুলি চলেছিল তাঁর গাড়ির লক্ষ্য করে। সেই ঘটনা নিয়ে এবার সংসদে সরব হলেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসি সংসদে শুক্রবার বলেন, ‘জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না। আমি দেশের এ ক্যাটাগরি নাগরিক হিসেবে বাঁচতে চাই।’ উল্লেখ্য, গুলি চলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওয়াইসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদানের কথা ঘোষণা করা হয়। দেশের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা ক্যাটাগরি এটি। এর আওতায় ৩৫ থেকে ৪০ জন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী ওয়াইসির নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাশাপাশি তাঁর কনভয়ের সঙ্গে পাইলট কারও যুক্ত হবে।

তবে ওয়াইসি সংসদে জানান, কেন্দ্রীয় সরকারের জেড ক্যাটাগরির নিরাপত্তা তিনি গ্রহণ করবেন না। এরপর হরিদ্বারের ধর্ম সংসদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মানুষগুলো কারা, যারা ব্যালটে নয় বুলেটে বিশ্বাস করে? কার এত ঘৃণা? দেশে এই ধরনের রাজনীতি আমরা দেখে চলেছি। আমরা দেখতে পাচ্ছি কীভাবে উগ্রপন্থা ছড়াচ্ছে দেশে।’

ওয়াইসি আরও বলেন, ‘আমি মরতে ভয় পাই না তবে আমি সরকারের কাছে আবেদন করতে চাই যে যা বলা হয়েছে (হরিদ্বার এবং প্রয়াগরাজে) তা তারা খতিয়ে দেখুক। আমি জেড নিরাপত্তা চাই না, আমি স্বাধীনতা নিয়ে বাঁচতে চাই। এবং আটকে থাকা জীবন নয়, আমি একজন এ ক্যাটাগরির নাগরিক হতে চাই।’ তিনি আরও সওয়াল করেন কেন হরিদ্বার বা প্রয়াগরাজের ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এইপিএ ধারায় মামলা করা হবে না। এরপর তিনি জানান, গত মাসে যখন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি দেখা গিয়েছিল, তখন তিনি বিরোধীদের মধ্যে প্রথম সাংসদ ছিলেন যিনি সেই ঘটনার নিন্দা জানিয়েছিলেন। এই আবহে জানা যাচ্ছে, ওয়াইসির গাড়িতে গুলি চলার ঘটনায় সোমবার সংসদে একটি বিবৃতি পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বন্ধ করুন