বাংলা নিউজ > ঘরে বাইরে > Asaram Bapu: আশ্রমে শিষ্যাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত স্বঘোষিত গডম্যান আসারাম বাপু

Asaram Bapu: আশ্রমে শিষ্যাকে ধর্ষণ, দোষী সাব্যস্ত স্বঘোষিত গডম্যান আসারাম বাপু

আসারাম বাপু। স্বঘোষিত ধর্মগুরু। সংগৃহীত ছবি

শুধু আসারাম বাপুই নয়, রাম রহিম নামে অপর এক স্বঘোষিত গুরুর বিরুদ্ধেও একের পর এক অভিযোগ উঠেছিল। ধর্ষণ, খুন সহ একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

স্বঘোষিত গডম্যান আসারাম বাপু।প্রায় এক দশক আগে ধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন ওই স্বঘোষিত ধর্মগুরু। সোমবার গুজরাটের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। এক শিষ্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বছর দশেক আগের ঘটনা। মোতেরার আশ্রমে সুরাটের বাসিন্দা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। তার স্ত্রী, ছেলে মেয়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। এরপর ৭৭ বছর বয়সী ধর্মগুরুকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই মামলাতেই দোষী সাব্যস্ত করা হল আসারামকে। তবে আদালত তার স্ত্রী, পুত্র, কন্যা সহ আরও ছয়জনকে বেকসুর খালাস করে দিয়েছে। বর্তমানে যোধপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদশায় রয়েছেন আসারাম বাপু।

আসারামের বিরুদ্ধে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের চেষ্টা, বিকৃত যৌন লালসা সহ নানা অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

এদিকে ২০২১ সালের ৬ অক্টোবর দুজন শিষ্যা সুরাট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। একজন আসারামের বিরুদ্ধে ও অপরজন তার পুত্র নারায়ণ সাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পরে আসারামের বিরুদ্ধে অভিযোগগুলিতে চান্দখেড়া পুলিশ স্টেশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কারণ আশ্রমের মধ্যেই এই ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।

২০১৩ সালে আশ্রমের ঘেরাটোপের মধ্যেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এরপর তাকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয়। যোধপুরের একটা আদালত তাকে এরপর দোষী সাব্যস্ত করেছিল। এবার ফের ধর্ষণের মামলাতেও দোষী সাব্যস্ত করা হল তাকে।

এদিকে আসারামের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে শোরগোল পড়েছিল বিগত দিনে। কোনও স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চর্চার কেন্দ্রে ছিলেন আসারাম। তার জীবনযাত্রা নিয়েও নানা প্রশ্ন ওঠে। আপাতত জেল বন্দি রয়েছেন তিনি। তবে ফের এই ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়াকে কেন্দ্র করে আরও বিপাকে পড়তে পারেন তিনি। এমনটাই মনে করছেন অনেকে।

তবে শুধু আসারাম বাপুই নয়, রাম রহিম নামে অপর এক স্বঘোষিত গুরুর বিরুদ্ধেও একের পর এক অভিযোগ উঠেছিল। ধর্ষণ, খুন সহ একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে রাম রহিমের মামলাও গোটা দেশে বহু চর্চিত। এবার ফের সামনে এসেছে আসারাম বাপুর বিরুদ্ধে ধর্ষণের মামলা।

 

বন্ধ করুন