৮৬ বছর বয়সী ধর্মগুরু আসারাম বাপুকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর স্বাস্থ্যের অবস্থার দিকে তাকিয়েই দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে। তিনি বয়সজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গুজরাটের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় আসারাম বাপুর।
সম্প্রতি বেশ কিছুদিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপু। প্যারোলের মেয়াদ শেষ হতেই তিনি রাজস্থানের যোধপুর জেলে ফিরে যান। তবে জেলে থাকতে হল না ১ সপ্তাহও। ফেরার পরই এবার অন্তর্বর্তী জামিন পেয়ে গেলেন আসারাম বাপু। সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ এদিন আসারাম বাপুকে অন্তর্বর্তী জামিন দেন। তাঁর জামিনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, আগামী ১৪ মার্চ, ২০২৫ রয়েছে হোলি। হোলি পার করে রয়েছে তাঁর জামিনের মেয়াদ। এদিকে, জেল থেকে অন্তর্বর্তী জামিন পেলেও আপাতত পরিজন বা অনুরাগী কারোর সঙ্গে দেখা করতে পারবেন না অসারাম বাপু। আপাতত ধর্মগুরুকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
আসারাম বাপুর হৃদরোগ-জনিত সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। একবার তিনি ভর্তি ছিলেন পুনের হাসপাতালে, পরে তাঁকে যোধপুরের এইমসেও ভর্তি করা হয়। উল্লেখ্য, গুজরাটের আশ্রমে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসারাম বাপু ১১ বছর ধরে জেলবন্দি।
(Mamata Banerjee Latest News: অক্সফোর্ড থেকে ডাক.. মার্চে লন্ডন যাচ্ছেন মমতা? নয়া রিপোর্ট ঘিরে জল্পনা )
( Mamata Banerjee Latest News: অক্সফোর্ড থেকে ডাক.. মার্চে লন্ডন যাচ্ছেন মমতা? নয়া রিপোর্ট ঘিরে জল্পনা)
২০১৩ সালে ওই ধর্ষণের ঘটনার অভিযোগ ওঠে আসারাম বাপুর বিরুদ্ধে। ২০১৮ সালে তাঁকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করে রাজস্থানের জয়পুরের একটি আদালত। এরপর বহু বার আইনি পর্যায়ের পর ২০২৪ সালে জামিন এবং সাজায় স্থগিতাদেশ চেয়ে একাধিক বার আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসারাম। এর আগে, ২০২৩ সালে সুরাতের এক মহিলাকে ধর্ষণেও দোষী সাব্যস্ত হন আসারাম। সে বছরের সেপ্টেম্বরে আসারামের জামিনের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সদ্য প্যারোলে মুক্তির পর তিনি এবার অন্তবর্তী জামিন পেলেন আসারাম।