বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi at ASEAN summit: 'ভারতের অ্যাক্ট ইস্ট নীতির ভিত্তি', চিনের বাড়বাড়ন্ত রুখতে মোদীর বাজি আসিয়ান

PM Modi at ASEAN summit: 'ভারতের অ্যাক্ট ইস্ট নীতির ভিত্তি', চিনের বাড়বাড়ন্ত রুখতে মোদীর বাজি আসিয়ান

ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের ২০ তম আসিয়ান-ইন্ডিয়া সম্মেলন চলছে। সেই সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্কের বাঁধন আরও মজবুত করার বার্তা দেন। চিনের বাড়বাড়ন্ত রুখতে যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।