বাংলা নিউজ > ঘরে বাইরে > Ashneer Grover Anniversary: বিতর্ক পিছু ফেলে বিদেশে ঘুরছেন অশনীর

Ashneer Grover Anniversary: বিতর্ক পিছু ফেলে বিদেশে ঘুরছেন অশনীর

ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram )

রবিবার অশনীর তাঁদের বিশেষ দিনে স্ত্রী মাধুরীর জন্য একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, 'শুভ বিবাহ বার্ষিকী @madsj30! গত ১৬ বছর ধরে আমরা একসঙ্গে বাজিমাত করেছি। আগামিদিনেও এমনই চলতে থাকুক।'

ষোড়শ বিবাহবার্ষিকী উদযাপন করলেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক অশনীর জৈন এবং তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার। ৩ জুলাই তাঁরা এই বিশেষ দিনটি উদযাপন করেন। সুইজারল্যান্ডে তাঁদের একসঙ্গে একটি ছবিও শেয়ার করেন অশনীর।

রবিবার অশনীর তাঁদের বিশেষ দিনে স্ত্রী মাধুরীর জন্য একটি পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন, 'শুভ বিবাহ বার্ষিকী @madsj30! গত ১৬ বছর ধরে আমরা একসঙ্গে বাজিমাত করেছি। আগামিদিনেও এমনই চলতে থাকুক।'

পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন অশনীর। ছবিতে গ্রিন্ডেলওয়াল্ডের পাহাড়ে ঘেরা উপত্যকায় দেখা যাচ্ছে তাঁদের।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার পরপরই তাঁর সহকর্মী এবং শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক অনুপম মিত্তল ও তাঁর স্ত্রী আঁচল কুমার, বরুণ অলঘ এবং গজল অলঘ কমেন্ট করেন। গ্রোভার দম্পতিকে শুভেচ্ছা জানান তাঁরা।

মাধুরী জৈন দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির স্নাতক। এরপর দিল্লিতে আইআইএম-এর কোচিংয়ে ভর্তি হন। এদিকে আইআইটি থেকে পাশ করে অশনীরও সেই সময়ে আআইএম-এর প্রবেশিকার প্রস্তুতি নিতে সেখানে ভর্তি হন। সেখানেই দেখা হয় দু'জনের।

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

মাধুরী তাঁর স্বামীর সঙ্গে পেশাগত পর্যায়ে কাজের আগে পর্যন্ত 'সত্য পলে'র মতো বড় সংস্থায় কাজ করেছেন।

আরও পড়ুন: নতুন কোম্পানি খুলছেন অশনীর গ্রোভার, তুলবেন দেড় হাজার কোটি টাকা

ভারতপে-তেও দু'জনে একসঙ্গে কাজ করতেন।

বন্ধ করুন