বাংলা নিউজ > ঘরে বাইরে > Gehlot Budget Goof up:বিধানসভায় টানা ৭ মিনিট পুরনো বাজেট পড়ে গেলেন মুখ্যমন্ত্রী! পরে বুঝলেন ভুল, গেহলোটকে ঘিরে তুলকালাম

Gehlot Budget Goof up:বিধানসভায় টানা ৭ মিনিট পুরনো বাজেট পড়ে গেলেন মুখ্যমন্ত্রী! পরে বুঝলেন ভুল, গেহলোটকে ঘিরে তুলকালাম

রাজস্থানের বিধানসভায় যখন অশোক গেহলোট পুরনো বাজেট পড়ছেন, তখনই পাশে বসা কংগ্রেসের মন্ত্রী মহেশ যোশী তাঁকে আটকে দেন। তখনই বোঝা যায়, যে বাজেট অশোক গেহলোট পেশ করতে চলেছেন, তা পুরনো বছরের। মূলত, পুরনো স্কিমগুলি যখনই অশোক গেহলোট উচ্চারণ করতে থাকেন, তখনই ধরা পড়ে গোটা কাণ্ড।