বাংলা নিউজ > ঘরে বাইরে > Ashwini Vaishnaw on Vande Bharat's Cleanliness: 'নোংরা' বন্দে ভারত নিয়ে টুইট RSS-এর ম্যাগাজিনের, জবাব দিলেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw on Vande Bharat's Cleanliness: 'নোংরা' বন্দে ভারত নিয়ে টুইট RSS-এর ম্যাগাজিনের, জবাব দিলেন রেলমন্ত্রী

বন্দে ভারতে আবর্জনা

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি ছবি ভাইরাল হয়েছিল, যাতে দেখা গিয়েছিল ট্রেনে অনেক আবর্জনা পড়ে। প্লাস্টিকের বোতল থেকে পলিথিন, সব ঝাড়ু দিয়ে কামরা সাফ করছেন একজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশিত পঞ্চজন্য ম্যাগাজিনের টুইটার হ্যান্ডেল থেকেও সেই ছবিটি টুইট করা হয়েছিল গত ২৭ জানুয়ারি।

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি ছবি ভাইরাল হয়েছিল, যাতে দেখা গিয়েছিল ট্রেনে অনেক আবর্জনা পড়ে। প্লাস্টিকের বোতল থেকে পলিথিন, সব ঝাড়ু দিয়ে কামরা সাফ করছেন একজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকাশিত পঞ্চজন্য ম্যাগাজিনের টুইটার হ্যান্ডেল থেকেও সেই ছবিটি টুইট করা হয়েছিল গত ২৭ জানুয়ারি। ক্যাপশনে লেখা ছিল - 'গন্তব্যে পৌঁছানোর পর বন্দে ভারত এক্সপ্রেসের অবস্থা'। পঞ্চজন্যর সেই টুইটের জবাবে গতকালই একটি ভিডিয়ো পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারতের সাফাই ব্যবস্থা বদলে ফেলা হয়েছে। রেলমন্ত্রীর টুইট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, সাফাইকর্মী প্রতিটি আসনে গিয়ে গিয়ে আবর্জনা সংগ্রহ করে তা একটি ব্যাগে ঢোকাচ্ছেন যাতে ট্রেন পরিষ্কার থাকে।

এর আগে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, প্রচুর ময়লা পড়ে বন্দে ভারত এক্সপ্রেসের মেঝেতে। তা ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছেন এক সাফাই কর্মী। এতে করে প্রশ্ন ওঠে, স্বচ্ছতা নিয়ে মানুষের মধ্যে কতটা সচেতনা রয়েছে? দূরপাল্লার এই ট্রেনের অপরিচ্ছন্নতার ছবিটি প্রথম টুইট করেছিলেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। এরপরই সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। অপরিচ্ছন্ন বন্দে ভারতের ছবি পোস্ট করে আইএএস আধিকারিক ক্যাপশনে লেখেন, 'উই দ্য পিপল'। তাঁর পোস্ট করা ছবিটিতে দেখা যায়, কামরার ভিতরে নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন পড়ে। অবনীশের টুইট করা ছবিটি পরবর্তীতে অনেকেই রিটুইট করেন। প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার পর কীভাবে বন্দে ভারত এক্সপ্রেসে দেদার ভাবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার করা হচ্ছে, তারই প্রমাণ মিলেছে এই ছব থেকে। পাশাপাশি রেলযাত্রীদের অসেচতনতা নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন সোশ্ষা মিডিয়ায়।

উল্লেখ্য, কিছু দিন আগেই সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস গন্তব্যে পৌঁছনোর সময় ট্রেন জুড়ে নোংরা পড়ে থাকতে দেখা গিয়েছিল। সে সময় রেলের তরফে যাত্রীদের কাছে ট্রেন এবং প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়েছিল। এই আবহে এই ছবিটি ভাইরাল হওয়ার পর যাত্রী সচেতনতা নিয়ে প্রশ্ন উঠছিল। এই আবহে যাত্রীদের মধ্যে সচেতনা বৃদ্ধির জন্য রেলের তরফেও আবেদন করা হয়েছে। ট্রেন পরিষ্কার রাখতে চলন্ত অবস্থাতেই প্রতিটি আসনে গিয়ে সাফাই কর্মীরা নোংরা সংগ্রহ করছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন