দুর্ঘটনার কবলে পড়ল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কনভয়ের গাড়ি। অন্য একটি গাড়িকে কনভয়ের একটি গাড়ি সজোরে ধাক্কা মারার ফলে নিহত হয়েছেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। এছাড়াও, আহত হয়েছেন ৬ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জগৎপুরা এলাকায়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন ভজনলাল শর্মা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।
আরও পড়ুন: কর্মরত সিভিক ভলান্টিয়ারকে পিষল ১৬ চাকার ট্রলার, আলিপুরদুয়ারে জাতীয় সড়কে মৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগৎপুরা সড়কের অক্ষয় পাত্র চৌরাহার কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী এবং দুজন সাধারণ নাগরিক নাগরিক দুর্ঘটনার কবলে পড়েন। একটি ট্যাক্সির সঙ্গে ধাক্কা লাগে পুলিশের গাড়ির। দুর্ঘটনায় শোক প্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল লিখেছেন, ‘আজ জয়পুরে একটি দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (এএসআই) শ্রী সুরেন্দ্র জির মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্যরা আহত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘অত্যন্ত শোকের এই মুহূর্তে, আমাদের সংবেদনশীল সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী গুরুতর আহত ব্যক্তিকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান। অন্যান্য আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামনগরিয়া থানার এসএইচও অরুণ কুমার জানান, মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ভুল দিক থেকে আসা একটি গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয়ের ওই গাড়িকে ধাক্কা মারে। তারফলে এই দুর্ঘটনায় ঘটেছে। জানা গিয়েছে, এএসআই সুরেন্দ্র সিং ট্রাফিকের দায়িত্বে ছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি মাথায় গুরুতর চোট পেয়েছেন।
জানা যায়, কনভয় যাওয়ার সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন এএসআই। সেই সময় একটি ট্যাক্সি এএসআইয়ের দেখানো সংকেত উপেক্ষা করে ভুল দিক থেকে প্রবেশ করে এবং কনভয়ের গাড়ির সঙ্গে ধাক্কা মারে। এই দুর্ঘটনা দুটি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরে মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা আহত ব্যক্তিদের অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে যান। তিনি তাদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন একইসঙ্গে, এদিন শেষমেষ তিনি কর্মসূচিতে যোগ দিতে পারেননি।