বাংলা নিউজ > ঘরে বাইরে > ASI of Anti-drug cell arrested: খোদ অ্যান্টি নারকোটিকসের এএসআই গ্রেফতার মাদক সমেত! খোয়ালেন চাকরি

ASI of Anti-drug cell arrested: খোদ অ্যান্টি নারকোটিকসের এএসআই গ্রেফতার মাদক সমেত! খোয়ালেন চাকরি

মাদক সহ গ্রেফতার এএসআই।

৩৫ বছর বয়সী নিরঞ্জন সিং এএসআই ছিলেন অ্যান্টি নারকোটিকস ডিপার্টমেন্টে। কুরুক্ষেত্রের বাসিন্দা এই নিরঞ্জনের সঙ্গে ধরা পড়ে রাদস্থানের ঝালওয়ালের মাদক চক্রের দালাল শিবনারায়ণ সিং। সোমবার আম্বালা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছ থেকে ওই ২ জনকে ধরা হয়। ধরে ক্যান্টনমেন্ট রেলপুলিশ। জানা গিয়েছে, শিবনারায়ণ রাজস্থানের একজন কৃষক।

খোদ মাদক বিরোধী শাখার অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেক্টারই খোদ অবৈধ মাদক সহ পড়লেন ধরা। রেলের তদন্তকারী সংস্থা সিআইএ এক তদন্তে নেমে এই এএসআইকে গ্রেফতার করে। তার সঙ্গে ২৬১ গ্রাম মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও এক মাদক চক্রের দালালও গ্রেফতার হয়। ঘটনার পরই বরখাস্ত হন ওই এএসআই।

৩৫ বছর বয়সী নিরঞ্জন সিং এএসআই ছিলেন অ্যান্টি নারকোটিকস ডিপার্টমেন্টে। কুরুক্ষেত্রের বাসিন্দা এই নিরঞ্জনের সঙ্গে ধরা পড়ে রাদস্থানের ঝালওয়ালের মাদক চক্রের দালাল শিবনারায়ণ সিং। সোমবার আম্বালা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছ থেকে ওই ২ জনকে ধরা হয়। ধরে ক্যান্টনমেন্ট রেলপুলিশ। জানা গিয়েছে, শিবনারায়ণ রাজস্থানের একজন কৃষক। তবে তার পাশাপাশি মাদক পাচারের সঙ্গেও যুক্ত বলে জানা গিয়েছে। এদিকে, এএসআই নিরঞ্জন সিংকে ভারতীয় দণ্ডবিধির ৩১১(২) ধারায় তাঁর পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ‘তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ’ জিআরপির ডেপুটি সুপারিটেনডেন্ট বলছেন, নিজের ব্যক্তিগত হুন্ডাই ক্রেটায় এএসআই নিরঞ্জন দেখা করতে যান মাদক পাচারে অভিযুক্ত শিবনারায়ণের সঙ্গে। মনে করা হচ্ছে, কোনও মাদকের বস্তা তোলার জন্যই ওই পদক্ষেপ। এদিকে, ২৬১ গ্রাম আফিম তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এই গোটা বিষয়টির আগাম খোঁজ ছিল পুলিশের কাছে। সূত্র মারফৎ খবর পেয়ে সেখানে পৌঁছয় রেল পুলিশ।

এদিকে, গাড়ির ভিতর ওই এএসআইকে দেখতে পায় রেল পুলিশ। ততক্ষণে নির্দিষ্ট সূক্রে রেল পুলিশের কাছে মাদক পাচারের খবর যায়। তখনই গাড়ি ঘিরে ফেলে পুলিশ। তবে এএসআই নিরঞ্জন নিজের গাড়ি নিয়ে পুলিশকে ঠেলে এগিয়ে যেতে চান বলে জানিয়েছে রেল পুলিশ। তখনই নিরঞ্জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় কোনও আহতের খবর নেই। জিআরপি ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে। 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন