বাংলা নিউজ > ঘরে বাইরে > খাড়গেজিকে জিজ্ঞাসা করুন…সভাপতি পদের ফলাফল বের হওয়ার আগেই ঘোষণা করলেন রাহুল

খাড়গেজিকে জিজ্ঞাসা করুন…সভাপতি পদের ফলাফল বের হওয়ার আগেই ঘোষণা করলেন রাহুল

রাহুল গান্ধী। (PTI Photo)  (PTI)

ফলাফল ঘোষণা হওয়ার আগেই রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের সভাপতির ভূমিকা নিয়ে আমি কোনও কথা বলব না। খাড়গে সম্পর্কেও কিছু বলব না। আমি আমার ভূমিকা সম্পর্কে সচেতন।

তখনও কংগ্রেসের সভাপতি পদের ভোটের ফলাফল বের হয়নি। তবে তার আগেই প্রবীন নেতা মল্লিকার্জুন খাড়গেকেই পরবর্তী সভাপতি হিসাবে কার্যত ইঙ্গিত দিলেন রাহুল গান্ধী। অন্ধ্রপ্রদেশে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট ঠিক করবেন আমার ভূমিকা কী হবে। খাড়গেজি ও সোনিয়াজিকে ব্যাপারটা জিজ্ঞাসা করে দেখুন।

এদিন ভারত জোড়ো যাত্রায় অন্ধ্রপ্রদেশে ছিলেন রাহুল গান্ধী। সেখানে দুপুর দেড়টা নাগাদ তাঁকে প্রশ্ন করা হয়েছিল। আর তখনই তিনি সেই প্রসঙ্গে উত্থাপন করেন। তবে এদিন ভোটের ফলাফল ঘোষণা করা হয় দুপুর ২টোর পরে।

তবে রাজনৈতিক মহলের দাবি, বরাবরই গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী ছিলেন মল্লিকার্জুন। শশী থারুরের তুলনায় তাঁর প্রতিই আস্থা ছিল গান্ধী পরিবারের। বারবারই তা সামনে এসেছে।

এদিন ফলাফল ঘোষণা হওয়ার আগেই রাহুল গান্ধী বলেন, কংগ্রেসের সভাপতির ভূমিকা নিয়ে আমি কোনও কথা বলব না। খাড়গে সম্পর্কেও কিছু বলব না। আমি আমার ভূমিকা সম্পর্কে সচেতন। সভাপতি সিদ্ধান্ত নেবেন আমার ভূমিকা কী হবে। কীভাবে আমাকে মোতায়েন করা হবে… সেব্যাপারে বরং খাড়গেজি আর সোনিয়াজিকে জিজ্ঞাসা করুন।

তিনি জানিয়ে দেন, কংগ্রেস দলের সর্বোচ্চস্তরে থাকেন সভাপতি। আমরা নতুন কংগ্রেস সভাপতি পাচ্ছি। দল কীভাবে চলবে সেটা তিনি সিদ্ধান্ত নেবেন।

বন্ধ করুন