বাংলা নিউজ > ঘরে বাইরে > স্থিতাবস্থা লঙ্ঘন করেছে কে? কী হয়েছিল অসম-মিজোরাম সীমান্তে? জারি দোষারোপের পালা

স্থিতাবস্থা লঙ্ঘন করেছে কে? কী হয়েছিল অসম-মিজোরাম সীমান্তে? জারি দোষারোপের পালা

অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষ (ছবি সৌজন্যে পিটিআই) (HT_PRINT)

ঘটনায় অসমের অন্তত পাঁচ পুলিশ কর্মী প্রাণ হারান। জখম হন ৫০ জনেরও বেশি।

সোমবার ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে অসম-মিজোরাম সীমান্ত। এর জেরে অসমের পাঁচ পুলিশ কর্মী প্রাণ হারান। জখম হন ৫০ জনেরও বেশি। এই ঘটনার প্রেক্ষিতে এবার একে অপরকে দোষারোপ করার পালা শুরু হয়েছে। জানা গিয়েছে, পুরোনো সীমানা বিবাদের জেরেই অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষ বাঁধে সোমবার বিকেলে। ঘটনাটি ঘটেছে দুই রাজ্যের সীমানা এলাকা লায়লাপুরে। এরপরই অসম সরকার অভিযোগ করেছে যে মিজোরামের তরফে সীমান্তের স্থিতাবস্থা লঙ্ঘন করা হয়েছে। মিজোরামের দিক থেকে গুলি চলে। মিজোরাম পুলিশের তরফে লাইট মেশিনগান চালানো হয় বলে অভিযোগ। সেই গুলিতেই অসম পুলিশের পাঁচ কর্মীর মৃত্যু হয়।

সোমবার রাতে অসম সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে স্থানীয় এবং পুলিশ কর্মী মিলিয়ে মোট ৫০ জন জখম হয়েছেন। তাঁদের ৫ জনের মৃত্যু হয়েছে।

এদিন সংঘর্ষের খবর পেতেই দ্রুত রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযুষ হাজারিকে লায়লাপুর সীমানা পরিদর্শনের নির্দেশ দেন হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে সরকারের তরফে বলা হয়, 'সীমান্তের স্থিতাবস্থা বদলে করেছে মিজোরাম। ইনার লাইন সংরক্ষিত জঙ্গল সাফ করে সেখানে নতুন সশস্ত্র বাহিনীর ক্যাম্প স্থাপন করেছে মিজোরাম। সিআরপিএফ-এর ক্যাম্পের পাশে সেই ক্যাম্প।'

অসমের দাবি, এই বিবাদ মেটাতে সেখানে পৌঁছেছিলেন অসমের প্রশাসনিক আধিরাকরা। তখন তাঁদের ঘিরে মিজোরামের মানুষরা বিক্ষোভ দেখান। পাথরও ছোঁড়া হয়। তাতে কাছার জেলার ডেপুটি কমিশনারের গাড়ির কাচ ভাঙে। এরপর দুই রাজ্যের প্রশাসনিক কর্তারা পরিস্থিতি শান্ত করতে আলোচনা করছিলেন। সেই সময়ই গুলি চালানো হয় মিজোরাম পুলিশের তরফে। লাইট মেশিনগান চালানো হয় উঁচু দুটি পোস্ট থেকে। উল্লেখ্য, এর আগে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, অসম পুলিশের ২০০ কর্মী মিজো গ্রামে এসেছিলেন। সেখানে স্থানীয়দের গাড়ি, বাড়ি ভাঙতে শুরু করলে অশান্তি ছড়ায়। অসম পুলিশের তরফে নাকি কাঁদানে গ্যাসের শেল এবং গ্রেনেড ছোঁড়া হয়।

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংঘর্ষের ঘটনায় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরমাথাঙ্গার হস্তক্ষেপের দাবি করেছেন। হেমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেন। সেখানে লেখেন, 'মিজোরামের কোলাসিবের এসপি অসমের চেকপোস্ট থেকে নিরাপত্তারক্ষী সরিয়ে নিতে বলছেন। কারণ তাঁদের সাধারণ বাসিন্দাদের সংঘর্ষ থেকে বিরত করা যাচ্ছে না। আমরা এরকম পরিস্থিতির মধ্যে সরকার চালাব কী করে?'

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.