কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে রহস্য এখনও অব্যাহত। অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। একাধিক গ্রেফতারিও হয়েছে এই মামলায়। কিন্তু গায়কের মৃত্যুর নেপথ্যে আসল কারণ এখনও স্পষ্ট হয়নি। এর মাঝেই প্রকাশ্যে এল নতুন তথ্য। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে উপস্থিত থাকা আটজনের মধ্যে সাতজন এখনও পর্যন্ত সিআইডির সমনের জবাব দেননি। শুধুমাত্র রূপকমল কলিতা তদন্তে সাড়া দিয়েছেন।
আরও পড়ুন-'তুমি এত F**** নেগেটিভ কেন!' গাজা শান্তিচুক্তি নিয়ে মৌন নেতানিয়াহু, ফুঁসছেন ট্রাম্প
অসম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ১৯ সেপ্টেম্বর যে নৌকায় জুবিন গর্গ সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান, সেই নৌকাতেই উপস্থিত ছিলেন রূপকমল কলিতা। তিনি মঙ্গলবার গুয়াহাটিতে ফিরছেন এবং বিশেষ তদন্ত দল (এসআইটি)-এর কাছে হাজিরা দেবেন। তবে বাকি ৭ জন এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি বা তদন্তে যোগদানের ইঙ্গিত দেননি। রাজ্য সরকার তাদের প্রত্যাবর্তনের জন্য চাপ সৃষ্টি করছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'তারা যত তাড়াতাড়ি আসবে, তত তাড়াতাড়ি আমরা তদন্ত শেষ করতে পারব। আমরা তাদের সহযোগিতা করতে উৎসাহিত করব। একজন যখন আসছে, আশা করি বাকিরাও আসবে।'তবে হিমন্ত স্পষ্টভাবে জানান, অসম পুলিশের সিঙ্গাপুরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অসম পুলিশকে সিঙ্গাপুরে যেতে হবে না কারণ ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) অনুযায়ী সিঙ্গাপুর পুলিশ প্রমাণ সংগ্রহ করে তা ভারতের সঙ্গে ভাগ করে নেবে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
আরও পড়ুন-'তুমি এত F**** নেগেটিভ কেন!' গাজা শান্তিচুক্তি নিয়ে মৌন নেতানিয়াহু, ফুঁসছেন ট্রাম্প
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর অসমজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে, কেন বাকি সাতজন এখনও নীরব রয়েছেন। এবং তাদের মধ্যে কারও ভূমিকা জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তদন্তের অগ্রগতি এখন সবার নজরে। বর্তমানে গায়কের মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। শ্যামকানু মহন্ত, তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃত প্রভা মহন্ত ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং ১৪ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। গায়ককে বিষ প্রয়োগ করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটি এক অভিযুক্তের বক্তব্য, পুলিশের নয়। ১০ অক্টোবর ভিসেরা রিপোর্ট আসবে, এবং ১১ অক্টোবরের মধ্যেই প্রকৃত সত্য স্পষ্ট হবে।' তিনি আরও জানান, গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে একটি এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে, যা সিআইডি তদন্তের পাশাপাশি প্রমাণ যাচাই করবে। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তিনি সেখানে গিয়েছিলেন শ্যামকানু মহন্তের আয়োজিত 'নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল'-এর চতুর্থ সংস্করণে অংশ নিতে।