জাতীয় পেনশন স্কিমের তুলনায় কেন্দ্রের নয়া পেনশন স্কিমে সরকারের তরফে বেড়েছে অবদান। জাতীয় পেনশন স্কিমে ১০ শতাংশ দিত সরকার। সেখানে নতুন পেনশন স্কিমে ১৮.৫ শতাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অতিরিক্ত সুবিধা পাচ্ছিল। এবার সেই পথেই হাঁটল বাংলার প্রতিবেশী রাজ্য অসম। কেন্দ্রের নীতিই গ্রহণ করল ওই রাজ্য। রাজ্য কর্মচারীদের জন্যও একই নীতি ঘোষণা করল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার তিনি ঘোষণা করেন এই স্কিমের কথা।
এক বছরের মধ্যে নিতে হবে সিদ্ধান্ত
সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘এনপিএসে সরকারের অবদান ছিল ১০ শতাংশ। কিন্তু এখন ইউপিএসের অধীনে তা বেড়ে ১৮.৫ শতাংশ হবে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো একই প্রকল্প গ্রহণ করেছে। এখন, একই সুবিধা রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও থাকবে।’ এই সুযোগ অবশ্য ঐচ্ছিক। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা চাইলে পুরনো নিয়মে এনপিএস-ও বেছে নিতে পারেন। কে কোন স্কিমটি বেছে নেবেন, তা আগামী এক বছরের মধ্যে ঠিক করে ফেলতে হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন - নয়া খেলায় পাকিস্তান! US-কে দুষ্প্রাপ্য খনিজ রপ্তানি, ক্ষোভে ফুঁসছে ঋণজর্জরিত দেশ
আরও পড়ুন - দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার ঘটনায় সরব প্রধানমন্ত্রী, কী লিখলেন X-এ?
NPS-এ সঞ্চিত অর্থের কী হবে?
যারা এতদিন এনপিএস করেছেন, তারা ইউপিএস বেছে নিলে সঞ্চিত অর্থের কী হবে? এই সমস্যার সমাধান দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। সোমবারের বৈঠকে তিনি বলেন, ‘যদি কেউ UPS গ্রহণ করেন, তাহলে NPS-এ তাদের জমা থাকা টাকা স্বয়ংক্রিয়ভাবে UPS অ্যাকাউন্টে স্থানান্তরিত হযে যাবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘এই প্রকল্পটি গ্রহণের সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করি NPS এবং OPS এর মধ্যে বিতর্কটির অবসান হয়েছে।’
কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
প্রসঙ্গত, ইউপিএস সেইসব সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা জাতীয় পেনশন ব্যবস্থার আওতাভুক্ত এবং এনপিএস-এর অধীনে এই বিকল্পটি বেছে নেন। এই স্কিমটি ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। গত বছরের অগাস্টে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউপিএস অনুমোদন করে।