বাংলা নিউজ > ঘরে বাইরে > Assam CM Himanta Biswa Sarma: সরকারি চাকরিতে ২৬০০০ শূন্যপদের জন্য পরীক্ষা হবে জুলাইতে, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

Assam CM Himanta Biswa Sarma: সরকারি চাকরিতে ২৬০০০ শূন্যপদের জন্য পরীক্ষা হবে জুলাইতে, বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

প্রতীকী ছবি: এএনআই  (ANI )

Assam CM Himanta Biswa Sarma: প্রসঙ্গত, গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার ইস্তাহারে রাজ্যের মানুষের জন্য দুই লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে এক লাখ চাকরি দেওয়া হবে।

বিশ্বকল্যাণ পুরকায়স্থ

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ১১টি সরকারি বিভাগে ২২ হাজার ৯৫৮ জন নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ পত্র বিতরণ করেন। এই নিয়োগপত্র বিলির পর হিমন্ত বলেছেন যে রাজ্য সরকার অসামকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যে রূপান্তর করার লক্ষ্যে এগিয়ে চলেছে৷ নির্বাচনের প্রচারে যুব সমাজের হাতে এক লাখ চাকরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সেই মতো সরকার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান হিমন্ত।

প্রসঙ্গত, গত বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তার ইস্তাহারে রাজ্যের মানুষের জন্য দুই লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে এক লাখ চাকরি দেওয়া হবে। এই আবহে শনিবার ১১টি সরকারি বিভাগে ২২ হাজার ৯৫৮ জনকে চাকরি দেওয়া হল।

নিয়োগপত্র বিলি অনুষ্ঠানের পর টুইটারে হিমন্ত লেখেন, ‘১১টি বিভাগে ২২,৯৫৮ জন নিয়োগপ্রাপ্তকে নিয়োগপত্র হস্তান্তর করেছি। আমরা সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা অসমকে একটি শীর্ষস্থানীয় রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি। এবং আন্তরিকতা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য আমরা আপনার সমর্থনের উপর নির্ভর করব।’

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে শীঘ্রই বিভিন্ন সরকারি বিভাগে সাত থেকে আট হাজার যুবকদের নিয়োগ করা হবে। জুলাইয়ের শেষ সপ্তাহে ২৬ হাজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত প্রার্থীদের নিয়োগ করেছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের বিভাগে সৎ কর্মকর্তা চাই, ‘জেব কাটরাস’ (দুর্নীতিগ্রস্ত) নয়। যাঁরা কাজ পেতে কঠোর পরিশ্রম করেছেন, তাঁরা তাঁদের কাজের মূল্য জানবেন। আমি চাই তাঁরা সহানুভূতিশীল এবং পরিশ্রমী হোক।’

বন্ধ করুন