বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘কোনও রাজা এসেছে নাকি?’ তাঁরই কনভয়ের জন্য গাড়ি আটকানোয় DC-কে ধমক হিমন্তের

‘কোনও রাজা এসেছে নাকি?’ তাঁরই কনভয়ের জন্য গাড়ি আটকানোয় DC-কে ধমক হিমন্তের

হিমন্ত বিশ্ব শর্মা (ছবি সৌজন্যে এএআই) ( Pitamber Newar)

হিমন্ত বিশ্ব শর্মা নাগাঁওয়ের পুলিশের ডেপুটি কমিশনারকে বলেন, ‘কোনও রাজা এসেছে নাকি? এখানে ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না।’

তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় আসছে বলে তাই স্থানীয় প্রশাসন রাস্তায় যান চলাচল বন্ধ করেছিল। আর এতেই চটে যান হিমন্ত বিশ্ব শর্মা। আর রাস্তায় যানজট দেখে ডিসিকে ডেকে জোর ধমক অসমের মুখ্যমন্ত্রীর। বলেন, ‘কোনও রাজা এসেছে নাকি? এখানে ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না।’

উল্লেখ্য, শনিবার নাগাঁও জেলায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে একটি রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। ৩৭ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেখেন, তিনি আসবেন বলে ১৫ মিনিট ধরে রাস্তা আটকে রেখেছে পুলিশ। এর জেরে জাতীয় সড়কে তৈরি হয় যানজট। তাতে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্সও। আর তা দেখে রেগে লাল হন হিমন্ত। এরপরই নাগাঁওয়ের পুলিশের ডেপুটি কমিশনারকে ডেকে ধমকের সুরে হিমন্ত বলেন, ‘আরে ডিসি সাহেব, এখানে কি নাটক চলছে? গাড়ি আটকে রেখেছেন কেন? কোনও রাজা-মহারাজা এসেছেন নাকি?’

এদিকে মাঝ রাস্তায় হিমন্তের এই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না।’ পরে ঘটনার প্রেক্ষিতে হিমন্ত নিজেই সংবাদ সংস্থাকে বলেন, ‘আমার যাতায়াতের জন্য রাস্তা বন্ধ করে রাখার জন্য ওই আধিকারিককে আমি তিরস্কার করেছি। আমি আগেই নির্দেশ দিয়ে রেখেছিলান যে, আমি আসার কারণে সাধারণ মানুষকে যেন কোনও ভাবে অসুবিধার সম্মুখীন না হতে হয়। তারপরও প্রায় ১৫ মিনিট ধরে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল। এর জেরে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি আটকে পড়ে। আজকের অসমে এইসব ভিআইপি সংস্কৃতি বরদাস্ত করা হবে না।’

বন্ধ করুন