আজ, বুধবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর উপস্থিতিতে একঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। এখন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রিপুন।
রিপুন বোরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছিলেন, এখনও দিদি ম্যাজিক বাকি আছে। কয়েকটা দিন অপেক্ষা করলেই সেই ম্যাজিক টের পাওয়া যাবে। আজ, বুধবার অসম কংগ্রেসে আবার ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজ একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাহলে এটাই কী ম্যাজিক? উঠছে প্রশ্ন।
ঠিক কী ঘটেছে অসমে? আজ, বুধবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর উপস্থিতিতে একঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস। এখন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রিপুন। আজ রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী–সহ একঝাঁক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে অসমে কংগ্রেস বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।