অসমের পূর্ব বিলাসীপাড়ার বিধায়ক সামসুল হুদার একটি ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। একটি ব্রিজের শিলান্যাস অনুষ্ঠানে তিনি একজনকে ধরে মারধর করেছেন বলে অভিযোগ। ওই বিধায়ক অসমের বদরুদ্দিন আজমলের পার্টি AIDUF-এর ।
ওই বিধায়ককে শিলান্যাস অনুষ্ঠানে ফিতে কাটার জন্য় ডাকা হয়েছিল। সেকারণে দুটি কলাগাছের মধ্য়ে গোলাপি রঙের ফিতে আটকানো হয়েছিল। কিন্তু কেন লাল ফিতে নেই? এই বলে রেগে একেবারে ফায়ার হয়ে যান বিধায়ক। খবর ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুসারে। গত ১৮ মার্চের এই ভিডিয়ো বলে মনে করা হচ্ছে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিধায়ক এতটাই রেগে গিয়েছেন যে তিনি এক ব্যক্তির কলার চেপে ধরেন। সেই মানুষটি কাছেই দাঁড়িয়ে ছিলেন। এরপর তিনি টেনে একটা থাপ্পড় মারেন। এরপর যে কলাগাছগুলি পোঁতা হয়েছিল সেই দুটিকেই উপড়ে ফেলেন তিনি। এরপর সেটা তুলেই পেটাতে শুরু করেন।
এদিকে যাকে তিনি পেটাচ্ছিলেন তিনি ব্রিজের ঠিকাদারের সঙ্গী বলে খবর। তার নাম সাহিদুর রহমান। ইন্ডিয়া টুডের নর্থ ইস্টের সঙ্গে কথা বলেছেন রহমান। তিনি বলেন, আমি আমার কাজ সবে শেষ করেছি। হঠাৎ এমএলএ হুদা কোনও প্ররোচনা ছাড়াই মারতে শুরু করলেন। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন ব্যবহার আশা করি না। এটা খুব অপমানের, খুব যন্ত্রণার।
তবে এই ঘটনায় পুলিশের পদক্ষেপের কোনও খবর নেই।