বাংলা নিউজ > ঘরে বাইরে > অসমে প্রাক্তন NRC কো- অর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর করল NGO

অসমে প্রাক্তন NRC কো- অর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর করল NGO

এনআরসির তালিকাকে ঘিরে অসঙ্গতির অভিযোগ  (প্রতীকী ছবি)

এনআরসির গোটা প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এই এফআইআর করা হয়েছে।

ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেন্সের(এনআরসি) অসমের প্রাক্তন কো অর্ডিনেটর প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর করল অসমের একটি এনজিও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুপ্রবেশকারীদের নাম ঢোকানোর জন্য তিনি বংশলতিকাতেও কারচুপি করেছেন। হাজেলা ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিআইডির কাছে অভিযোগ জানানো হয়েছে সোমবার। এনআরসির গোটা প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে এই এফআইআর করা হয়েছে। 

অসম পাবলিক ওয়ার্কসের অভিজিৎ শর্মার দাবি, মনে হচ্ছে ফ্যামিলি ট্রিতে নানা কারচুপি করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় অনেক অবৈধ ও সন্দেহজনক লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সন্দেহ করা হচ্ছে হাজেলা ও তাঁর ঘনিষ্ঠ লোকজন কয়েকজন আধিকারিক, ডাটা এন্ট্রি অপারেটর, সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নেতাদের সঙ্গে যোগসাজশ করে কিছু অবৈধ অনুপ্রবেশকারীর নামকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। 

এফআইআরে উল্লেখ করা হয়েছে, এনআরসি তালিকা যাচাই করার জন্য ফ্যামিলি ট্রি যাচাই করা খুব দরকার। এটা অত্যন্ত নিয়মনিষ্ঠ পদ্ধতি। কিন্তু নজরদারি ব্যবস্থার অভাবে সন্দেহভাজন বিদেশীদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আইএএস প্রতীক হাজেলাকে মধ্যপ্রদেশে বদলি করা হয়। এদিকে চলতি বছরের মে মাসে হাজেলার পরবর্তীতে যে আধিকারিক এসেছেন সেই হিতেশ দেব শর্মা সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন। এনআরসি তালিকা পুনরায় যাচাই করার জন্য অনুমতি চেয়ে এই আবেদন করা হয়েছে।

 

বন্ধ করুন