অসমের পদ্মশ্রী প্রাপকের বিরুদ্ধে এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। তাঁর অন্তবর্তীকালীন জামিনের আবেদন নাকচ করল গুয়াহাটি হাইকোর্ট। তাকে ১৪দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতা ১৩ বছর বয়সী নাবালিকার কাছ থেকে বয়ান শুনেছে আদালত। ওই অভিযুক্তের নাম উদ্ধব ভারালি। নানা ধরনের জিনিস আবিস্কারের জেরে ২০১৯ সালে পদ্মশ্রী পেয়েছিলেন তিনি।
এদিকে আদালত সূত্রে খবর, গত মাসেই ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছিল। তবে গত ২৮শে ডিসেম্বর তিনি গুয়াহাটি আদালত থেকে তিনি সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান। সূত্রের খবর, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে দুজন নাবালিকাকে তিনি বাড়িতে রেখেছিলেন। তাদের অস্থায়ীভাবে লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন ভারালি। তবে গত বছর অক্টোবর মাসে তাঁর ওই চুক্তির আর পুনর্নবীকরণ হয়নি। এদিকে এরপর দুজন মেয়েকেই ফেরৎ দেওয়ার জন্য জানায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। পরে সেই চুক্তিও বাতিল করে দেওয়া হয়।
এদিকে ওই নাবালিকারা পরে আর ভারালির বাড়িতে যেতে চাইত না। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এক নাবালিকার সঙ্গে কথা বলে জানতে পারে উদ্ধব ভারালি তাকে বার বার ধর্ষণ করেছে। এরপরই CWC গোটা বিষয়টি DLSAকে জানায়। তবে অভিযুক্তের দাবি, তিনি নির্দোষ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের সঙ্গে কিছু ঝামেলার জেরে তাঁকে ফাঁসানো হচ্ছে।