'ফ্রি এন্ট্রি' রয়েছে মদ্যপ চালক ও বিধিভঙ্গকারী সহ গতিসীমার বাইরে যাওয়া ব্যক্তিদের! এই বার্তা দিয়ে অসম পুলিশ টুইটার সহ সোশ্যাল মিডিয়ার পোস্টে সতর্কতা অলম্বনের বার্তা দেয়। আর টুইটারে সেই পোস্ট ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এমন মজাদার পোস্টে হাস্যরসে মশগুল নেটপাড়া। মজার মোড়কে অসম পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, নির্দিষ্ট বিধি যে ব্যক্তি লঙ্ঘন করবেন বর্ষবরণের দিন, তাঁকে রেয়াত করতে ছাড়বে না পুলিশ।
'ডিজে লক আপ', 'কপ-কেক','কাস্টার্ড-ই' সহ বিভিন্ন মজাদার শব্দবন্ধনী নিয়ে অসম পুলিশ নিজেদের পোস্টটি শেয়ার করেছে টুইটারে। যেখানে লেখা হয়েছে, বর্ষবরণের আমেজে যেন তাঁদের অতিথি হয়ে কেউ না আসেন। আর যদি কেউ ভুল করে অসম পুলিশের অতিথি হয়ে যান, তাহলে স্থানীয় পুলিশ স্টেশনে তাঁর জন্য 'কাস্টার্ড-ই'(আসলে হেফাজত বলতে চাওয়া হয়েছে), 'ডিজে লক আপ', 'কপ-কেক' অপেক্ষা করে থাকবে। মজার ছলে পোস্টে লেখা রয়েছে, খোলাখুলি আমন্ত্রণ তাঁদের জন্য রয়েছে যাঁর পর পর বিধি লঙ্ঘন করবেন, ট্রাফিক নিয়ম মানবেন না।
'ফ্রি এন্ট্রি' রয়েছে মদ্যপ চালক ও বিধিভঙ্গকারী সহ গতিসীমার বাইরে যাওয়া ব্যক্তিদের! এই বার্তা দিয়ে অসম পুলিশ টুইটার সহ সোশ্যাল মিডিয়ার পোস্টে সতর্কতা অলম্বনের বার্তা দেয়। আর টুইটারে সেই পোস্ট ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এমন মজাদার পোস্টে হাস্যরসে মশগুল নেটপাড়া। মজার মোড়কে অসম পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, নির্দিষ্ট বিধি যে ব্যক্তি লঙ্ঘন করবেন বর্ষবরণের দিন, তাঁকে রেয়াত করতে ছাড়বে না পুলিশ।
'ডিজে লক আপ', 'কপ-কেক','কাস্টার্ড-ই' সহ বিভিন্ন মজাদার শব্দবন্ধনী নিয়ে অসম পুলিশ নিজেদের পোস্টটি শেয়ার করেছে টুইটারে। যেখানে লেখা হয়েছে, বর্ষবরণের আমেজে যেন তাঁদের অতিথি হয়ে কেউ না আসেন। আর যদি কেউ ভুল করে অসম পুলিশের অতিথি হয়ে যান, তাহলে স্থানীয় পুলিশ স্টেশনে তাঁর জন্য 'কাস্টার্ড-ই'(আসলে হেফাজত বলতে চাওয়া হয়েছে), 'ডিজে লক আপ', 'কপ-কেক' অপেক্ষা করে থাকবে। মজার ছলে পোস্টে লেখা রয়েছে, খোলাখুলি আমন্ত্রণ তাঁদের জন্য রয়েছে যাঁর পর পর বিধি লঙ্ঘন করবেন, ট্রাফিক নিয়ম মানবেন না।
|#+|
অসম পুলিশ ইনস্টাগ্রামে এই পোস্টটি দিয়ে নিচে সাফ ভাষায় লিখে দেয় যে, নববর্ষের রাতে রাস্তায় চলাচলের আগে অনেকবার ভেবে চলাফেরা করা উচিত। অসম পুলিশের এমন মজাদার পোস্ট আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এর আগে মুম্বই পুলিশের তরফে একাধিক পোস্ট ক্রমেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে পিছিয়ে নেই অসম পুলিশও। এদিকে, এর আগে 'কভি খুশি কভি গম' ছবি থেকে একটি দৃশ্য তুলে মিম বানিয়ে অসম পুলিশ পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মদ্যপ গাড়ির চালকদের সতর্ক করা হয়।