বাংলা নিউজ > ঘরে বাইরে > Assam: দেশপ্রেমের জোয়ারে ভাসছে অসম, বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করলেন CM

Assam: দেশপ্রেমের জোয়ারে ভাসছে অসম, বিচ্ছিন্নতাবাদীদের সতর্ক করলেন CM

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Twitter/himantabiswa) (HT_PRINT)

৪ হাজার সরকারি স্কুলে অসমিয়া ও ইংরাজি মাধ্যমে পড়ানোর কথাও ঘোষণা করেন অসমের মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, এবছর আমরা ঠিক করেছি এক হাজার যুবককে আমরা আন্দামানের সেলুলার জেল দেখতে পাঠাব যাতে তাঁরা বুঝতে পারেন স্বাধীনতা সংগ্রামীরা কতটা ত্যাগ করেছিলেন। এতে যুব সম্প্রদায় অনুপ্রাণিত হবেন।

গত তিনদিন ধরে যে দেশপ্রেমের জোয়ার দেখা গিয়েছে অসমে তাতে এটা প্রমাণ হয়ে গিয়েছে যে সন্ত্রাসবাদকে আমরা সমর্থন করি না। দীর্ঘদিন ধরেই অসম ভারত ও তার সংস্কৃতির অংশ। গুয়াহাটিতে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, যারা স্বাধীন অসমের জন্য় পরিকল্পনা করে তারা গত তিনদিনে একটা বড় শিক্ষা পেয়েছে। আত্ম মর্যাদা ও সম্মানের সঙ্গে তাদের আলোচনার টেবিলে আসা দরকার। এদিন বীর শহিদদের স্মরণ করেন অসমের মুখ্য়মন্ত্রী।

অন্য়দিকে বিচারব্যবস্থার নানা দিক নিয়েও তিনি মতামত পেশ করেন। তিনি জানিয়েছেন, বিচারব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। অসমের নিম্ন আদালতে প্রায় ৪৫০,০০০ মামলা পড়ে রয়েছে। যার পরিণতিতে খুন ও ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানিও সময়ে হচ্ছে না।

তিনি বলেন, আজ আমি ঘোষণা করছি ১০০,০০০ মাইনর কেস যেমন ফেসবুক, টুইটারে কিছু পোস্ট করা সংক্রান্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ২০২২ সালের ১৪ অগস্ট মধ্যরাত পর্যন্ত এই সংক্রান্ত যে মামলা ছিল সেগুলিকে তুলে নেওয়া হচ্ছে। এর জেরে ধর্ষণ ও খুনের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সম্ভব হবে। লঘু অপরাধে যারা জেলে রয়েছেন তাদের মুক্তির আশ্বাসও তিনি দেন।

৪ হাজার সরকারি স্কুলে অসমিয়া ও ইংরাজি মাধ্যমে পড়ানোর কথাও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, এবছর আমরা ঠিক করেছি এক হাজার যুবককে আমরা আন্দামানের সেলুলার জেল দেখতে পাঠাব যাতে তাঁরা বুঝতে পারেন স্বাধীনতা সংগ্রামীরা কতটা ত্যাগ করেছিলেন। এতে যুব সম্প্রদায় অনুপ্রাণিত হবেন। 

বন্ধ করুন