২০২২ বিধানসভা নির্বাচনে অন্যতম হাইভোল্টেজ দিন ১৪ ফেব্রুয়ারি। সোমবারের ভোটগ্রহণ পর্বে ছিল উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। গোবলয় রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই রাজ্যের নির্বাচনে আজ ৫৫ আসনে ভোট গ্রহণ হয়। ভোট ঘিরে গঙ্গাপাড়ে যেমন উত্তেজনা তেমনই সমুদ্রতীরের গোয়াতেও ভোটগ্রহণ ঘিরে ছিল উত্তেজনা। আজ গোয়া বিধানসভা নির্বাচনে ৪০ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। অন্যদিকে উত্তরাখণ্ডে ৭০ আসনে আজ চলেছে ভোটগ্রহণ পর্ব। উল্লেখ্য, উত্তরাখণ্ডের রাজনীতিতে এবারেও কংগ্রেস বনাম বিজেপির লড়াই ফোকাসে। অন্যদিকে গোয়ায় মসনদ ধরে রাখার যুদ্ধে রয়েছে বিজেপি। বিপক্ষে কংগ্রেস যেমন একটি বড়শক্তি, তেমনই সেখানে অ্যাসিড টেস্টে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই এলাকায় আলাদা করে নজর কাড়ছে আম আদমি পার্টিও। অন্যদিকে, উত্তরপ্রদেশে মূলত ভোট যুদ্ধ সমাজবাদী পার্টি বনাম বিজেপি। তবে ২০১৭ সালের তুলনায় কংগ্রেস এই গড়ে কতটা আসন বাড়াতে পারে সেদিকে যেমন নজর রয়েছে রাজনৈতিক মহলের, তেমনই মায়াবতীর বিএসপির ‘একলা চলো’ নীতি কতটা ফলপ্রসূ হবে সেদিকেও নজর রয়েছে গোবলয় রাজনীতির।
14 Feb 2022, 07:32:07 PM IST ২ ভোটারের মৃত্যু উত্তরাখণ্ডে
উত্তরাখণ্ডে এদিন ২ জন ভোটারের মৃত্যুর খবর আসে। তাঁদের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এছাড়াও ৩জন এমসিসি লঙ্ঘনের জন্য আটক হয়েছে।
14 Feb 2022, 07:13:41 PM IST গোয়া ও উত্তরাখণ্ডে ভোট পড়ল কত শতাংশ?
গোয়ায় ভোট পড়েছে ৭৫ শতাংশ। উত্তরাখণ্ডে ৫৯ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫ টা পর্যন্ত।
14 Feb 2022, 07:11:28 PM IST ভোট বয়কটের ডাক
নারাউগ্রামে ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। জল দূষণ ঘিরে ছিল অভিযোগ।
14 Feb 2022, 07:07:43 PM IST উত্তরপ্রদেশে ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৪৪ শতাংশ
উত্তরপ্রদেশে শেষ হল ৫৫ আসনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব। ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৪৪ শতাংশ।
14 Feb 2022, 04:20:16 PM IST ভোট দিলেন ক্রিকেটার মহম্মদ সামি
উত্তরপ্রদেশের সাহাসপুরের আলিনগরে ভোট দিলেন ক্রিকেটার মহম্মদ সামি। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, এই এলাকার উন্নয়ন প্রয়োজন।
14 Feb 2022, 04:17:03 PM IST বিজনৌরে বুথে প্রবেশে বাধা
উত্তরপ্রদেশের বিজনৌরের বুথ নম্বর ৭৪-এ এক বিশেষ সম্প্রদায়ের ভোটারদের বুথে ঢপকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সমাজবাদী পার্টির। কমিশনের দ্বারস্থ অখিলেশ শিবির। সপার অভিযোগ নস্যাৎ করেছে প্রশাসন। জানানো হয়েছে বুথ পরিদর্শন করেছেন সেক্টর ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তারা।
14 Feb 2022, 03:19:35 PM IST নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ধামির বিরুদ্ধে
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষক্র ধামির বিরুদ্ধে। দলের প্রতীক গায়ে নিয়ে ভোট কেন্দ্রে সস্ত্রীক যান বলে অভিযোগ পুষ্কর সিং ধামির বিরুদ্ধে।
14 Feb 2022, 02:33:03 PM IST দুপুর ১ টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল?
দুপুর ১ টা পর্যন্ত গোয়ায় ভোট পড়েছে ৪৪.৬৩ শতাংশ।দুপুর ১ টা পর্যন্ত উত্তরপ্রদেশে (দ্বিতীয় দফার ভোট গ্রহণ) ভোট পড়েছে ৩৯.০৭ শতাংশ।দুপুর ১ টা পর্যন্ত উত্তরাখণ্ডে ভোট পড়েছে ৩৫.২১ শতাংশ।
14 Feb 2022, 01:48:08 PM IST 'সমাজবাদী পার্টি মানেই পরিবারের উন্নয়ন', বললেন যোগী
কানপুর দেহাত: এদিন বিজেপির প্রচার মঞ্চ থেকে যোগী বলেন, সমাজবাদী পার্টি মানেই পরিবারের উন্নয়ন , বিশেষ কয়েকটি জায়গার উন্নয়ন। তিনি বলেন , বিজেপির সরকার মানুষকে ভ্যাকসিন দিয়েছে। তিনি বলেন, 'বর্তমানে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গা নেই, কানওয়ারিয়ারা বিনা সংকোচে হর হর বম বম ধ্বনির মাঝে যাত্রা করেন। কেউ তাঁদের ছুঁতে পারে না।'
14 Feb 2022, 01:41:29 PM IST সমাজবাদী পার্টি আসলে 'তামাচাবাদী' , 'পরিবারবাদী' পার্টি : যোগী
সমাজবাদী পার্টি আসলে 'তামাচাবাদী' , 'পরিবারবাদী' পার্টি। কানপুর দেহাতে বিজেপির মঞ্চ থেকে আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ।
14 Feb 2022, 01:39:43 PM IST সকাল ১১ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়ল কত শতাংশ?
সকাল ১১ টা পর্যন্ত উত্তরপ্রদেশে ভোট পড়ল ২৩.০৩ শতাংশ।
14 Feb 2022, 01:39:09 PM IST এসএইচও সুরেন্দ্র সিং-এর বিরুদ্ধে সরব সপা
উত্তরপ্রদেশ: বিলারি পুলিশ স্টেশনের এসএইচও সুরেন্দ্র সিং বিজেপির এজেন্ট হিসাবা কাজ করছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। ভোটারদের ওপর তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ তৈরি করছেন বলে অভিযোগ।
14 Feb 2022, 01:03:15 PM IST ভোটারদের ভয় দেখানোর অভিযোগ
মোরাদাবাদ সিটির মুগালপুরায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সমাজবাদী পার্টি।
14 Feb 2022, 12:40:55 PM IST গোয়াতে চলছে ভোটগ্রহণ
গোয়াতেও ভোটকেন্দ্রে বয়স্কদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
14 Feb 2022, 12:39:34 PM IST বয়স্কদের ভিড়ও দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ভোট কেন্দ্রে
বয়স্কদের ভিড়ও দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ভোট কেন্দ্রে।
14 Feb 2022, 12:38:23 PM IST উত্তরাখণ্ডে ভোটপর্বের ছবি
উত্তরাখণ্ডে পালকিতে ভোট দিতে নিয়ে যাওয়া হচ্ছে এই ভোটারকে। বৃদ্ধা এই ভোটারের জন্য পার্বত্য এলাকায় এই বিশেষ ব্যবস্থা করা হয়।
14 Feb 2022, 11:19:48 AM IST কংগ্রেসের ওয়ার রুম থেকে তিন রাজ্যে নির্বাচন ঘিরে নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তের আপডেটে
কংগ্রেসের ওয়ার রুম থেকে তিন রাজ্যে নির্বাচন ঘিরে নজর রাখা হচ্ছে প্রতি মুহূর্তের আপডেটে।
14 Feb 2022, 10:43:27 AM IST উত্তরপ্রদেশে ইভিএম বিভ্রাটের অভিযোগ
উত্তরপ্রদেশের নকুর আসনে একাধিক বুথে কাজ করছে না ইভিএম। বুথ নম্বর ১৭৫, ৪০, ৬১, ৬২, ৭৭ , ১২৫ এ ইভিএম বিভ্রাটের অভিযোগ।
14 Feb 2022, 10:42:27 AM IST ভোট পরিসংখ্যান
সকাল ৯ টা পর্যন্ত গোয়ায় ভোট পড়েছে ১১.০৪ শতাংশ। উত্তরপ্রদেশে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৯.৪৫ শতাংশ।উত্তরাখণ্ডে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৫.১৫ শতাংশ।
14 Feb 2022, 09:56:10 AM IST উত্তরাখণ্ডে ভোট দিলেন হেভিওয়েটরা
মেয়ে আরুষির সঙ্গে ভোট দিলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বিজেপি র এই হেভিওয়েট এদিন ভোট দেন উত্তরাখণ্ডের হরিদ্বারে।
14 Feb 2022, 09:50:44 AM IST ভোট দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দিলেন ভোট। উল্লেখ্য, এদিন সকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। তারপর যান ভোট দিতে।
14 Feb 2022, 09:29:58 AM IST উত্তরাখণ্ডে শান্তিপূর্ণ ভোট: মুখ্য নির্বাচনী আধিকারিক
উত্তরাখণ্ডে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানালেন উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক সৌজন্য।
14 Feb 2022, 09:12:45 AM IST ভোট দিলেন পুষ্কর সিং ধামি
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী পুষ্কর সিং ধামি ভোট দিলেন খাতিমা ভোটকেন্দ্রে।
14 Feb 2022, 09:11:27 AM IST রামপুরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি
উত্তরপ্রদেশের রামপুরে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।
14 Feb 2022, 09:10:22 AM IST মন্দিরে প্রার্থনারত গোয়ার মুখ্যমন্ত্রী
শ্রীরুদ্রেশ্বর দেবস্থানে প্রার্থনা করেন সস্ত্রীক গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
14 Feb 2022, 08:20:23 AM IST ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত
ভোটে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। জানালেন ফোন বার্তায় কী জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
14 Feb 2022, 07:37:11 AM IST গণতন্ত্রের উৎসবে সকলকে শামিল হওয়ার আহ্বান মোদীর
আজ গোয়া, উত্তরাখণ্ড সহ উত্তরপ্রদেশে ৫৫ আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ঘিরে ভোটারদের প্রতি বার্তা দেন মোদী। গণতন্ত্রের উৎসবে সকলকে শামিল হতে আহ্বান মোদীর।
14 Feb 2022, 07:34:02 AM IST ভোটগ্রহণের সময়
১৪ ফেব্রুয়ারির ভোটে গোয়া ও উত্তরপ্রদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে, অন্যদিকে উত্তরাখণ্ডে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮ টা থেকে।
14 Feb 2022, 07:20:10 AM IST ভোট গ্রহণ ঘিরে প্রস্তুতিতে উত্তরাখণ্ড
একদিকে প্রবল শীতের দাপট তারই মাঝে ভোটের উত্তাপ। দুইদিককে একসঙ্গে নিয়েই এবার ভোট গ্রহণ পর্বে নামতে চলেছে উত্তরাখণ্ড। হলদয়োয়ানির এক কেন্দ্রে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি।
14 Feb 2022, 07:15:35 AM IST ভোট দিলেন গোয়ার রাজ্যপাল
সকাল সকাল তেলেইগাওতে ভোট দিলেন সস্ত্রীক গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাই।