আকারে গিজার গ্রেট পিরামিডের চেয়ে বড়। এমনই এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। গ্রহাণুটির নাম 2021 SM3।
নবমী, ১৪ অক্টোবর তার গতিপথে পৃথিবী অতিক্রম করবে গ্রহাণুটি।
নাসার সেন্টার ফর নেয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজের সর্বশেষ তথ্য অনুসারে, গ্রহাণু 2021 SM3 ও পৃথিবীর মধ্যে নিকটতম অবস্থায় সর্বনিম্ন ১২.৮১ লুন্ডার দূরত্ব (পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্ব) থাকবে। গ্রহাণুটির ব্যাস ৭২ মিটার থেকে ১৬০ মিটারের মধ্যে।
গ্রহাণুটি ঘণ্টায় ৫৬,৯১৬ কিলোমিটার গতিতে ছুটে আসছে। নাসা এটিকে পৃথিবীর কাছাকাছির বস্তু হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। তবে এর থেকে বিন্দুমাত্র বিপদের সম্ভাবনা নেই।
গ্রহাণুগুলি প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগেকার সৌরজগতের গঠনের অবশিষ্ট পাথুরে টুকরো। গ্রহাণুর গতিবিধি পর্যবেক্ষণকারী নাসার দফতরের তথ্য অনুসারে, যখন আমাদের গ্রহ থেকে এর দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 1.3 গুণেরও কম হয়, তখন একটি গ্রহাণুকে পৃথিবীর কাছাকাছি বস্তু হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ৯৩ মিলিয়ন মাইল।