ডেনভার বিমানবন্দরে আগুন: বৃহস্পতিবার সন্ধ্যায় ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যার ফলে যাত্রীদের নিরাপদে বিমানটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের কর্মকর্তাদের মতে, গেট C38-এ পার্ক করা বিমানটিতে আগুনের সূত্রপাত হয় এবং টারম্যাকের উপরে ঘন কালো ধোঁয়া উড়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় গেট C38-এ থাকা ' আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে' আগুন লাগে, যার ফলে ধোঁয়ায় ঢাকে চারিদিক। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় আগুন নিভে গিয়েছে এবং সন্ধ্যা ৬:১৫ পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১০০৬ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে এবং নিরাপদে অবতরণ করা হয়েছে।
( Earthquake in Kargil: হোলির ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল! কম্পন অনুভূত, লাদাখ, কাশ্মীরে)
FOX31 এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্সের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,'ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে (DEN) নিরাপদে অবতরণ করে ট্যাক্সি গেটে পৌঁছানোর পর, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১০০৬ ইঞ্জিন-সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয়। ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্যকে বিমান থেকে নামিয়ে টার্মিনালে স্থানান্তরিত করা হয়। বোর্ডে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা আমাদের ক্রু সদস্য, DEN টিম এবং ফার্স্ট রেসপন্ডার্সদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই।'
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস বিমানবন্দর থেকে উড়ান নিয়েছিল। এরপর ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু তাকে ডিআইএ-তে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বিমানটি ছিল একটি বোয়িং ৭৩৭-৮০০। সিবিএস নিউজের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, বিমানের উইংয়ে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে বিমান ঘিরে ছিল ধোঁয়া। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।