বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Woman Rescued: সদ্যোজাতকে নিয়ে আত্মহত্যার হুমকি মহিলার! দিল্লি পুলিশের রুদ্ধশ্বাস তৎপরতায় নিরাপদে ২জনই

Delhi Woman Rescued: সদ্যোজাতকে নিয়ে আত্মহত্যার হুমকি মহিলার! দিল্লি পুলিশের রুদ্ধশ্বাস তৎপরতায় নিরাপদে ২জনই

আত্মহত্যা করতে চাওয়া মহিলাকে খুঁজে বের করল দিল্লি পুলিশ। (Photo by Prakash SINGH / AFP) (AFP) (HT_PRINT)

পুলিশের কাছে এই ঘটনার রিপোর্ট ১২ টা নাগাদ জানানো হয়েছে। দিল্লির আদর্শনগর পুলিশ স্টেশনে করা হয়েছে রিপোর্ট। পুলিশের দ্বারস্থ হন তরুণীর মা। তিনি জানান, তাঁর জামাইয়ের কারণে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়েছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে মেয়ের সদ্যোজাত সন্তানও রয়েছে বলে জানান ওই মহিলার মা।

নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে আত্মহত্যার পথে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন এক তরুণী। সেই ১৯ বছরের তরুণী ক্ষোভের জেরে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন। শেষমেশ তাঁকে খুঁজে বের করে পরিবারের সঙ্গে মিলিত করে দিল্লি পুলিশ। 

পুলিশের কাছে এই ঘটনার রিপোর্ট ১২ টা নাগাদ জানানো হয়েছে। দিল্লির আদর্শনগর পুলিশ স্টেশনে করা হয়েছে রিপোর্ট। পুলিশের দ্বারস্থ হন তরুণীর মা। তিনি জানান, তাঁর জামাইয়ের কারণে মেয়ে শ্বশুরবাড়ি ছেড়েছেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে মেয়ের সদ্যোজাত সন্তানও রয়েছে বলে জানান ওই মহিলার মা। এরপরই পুলিশ তদন্তে নামে। রাজধানীর বুকে খোঁজ শুরু হয় মহিলার। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার ঊষা রঙ্গনানি জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই এমডাব্লিইউএ ও আর ডাব্লিইউএ টিমের সঙ্গে গোটা পরিস্থিতি শেয়ার করা হয়েছে। এছাড়াও প্রযুক্তি সম্পর্কিত টিমগুলিকেও এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। এরপর থেকেই শুরু হয়ে যায় খোঁজ। 

এদিকে , ভারত নগর পুলিশের কাছেও সমস্ত তথ্য শেয়ার করা হয়। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এরপর ধিরে ধিরে উদ্ধার হতে থাকে ওই মহিলাকে কেন্দ্র করে নানান খবর। এরপর, সাফল্যের সঙ্গে ভারত নগর থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভারত নগরের একটি পার্কে তাঁকে দেখা যায়। পুলিশ এও জানায় যে, ওই মহিলা তাঁর ৯ মাসের সন্তানকে নিয়ে সুরক্ষিত অবস্থাতেই ছিলেন। তবে খুবই অবসাদগ্রস্ত পরিস্থিতিতে তিনি সেখানে ছিলেন। পুলিশকে মহিলা জানিয়েছে, শ্বশুরবাড়ির অতিরিক্তি অত্যাচারে তিনি ঘর ছাড়েন। এরপর পুলিশ তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিবারের সঙ্গে ওই মহিলাকে মিলিত করানো হয়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন