ইদানীংকালের মধ্যে লেবাননের উপর সবথেকে বড় ও প্রাণঘাতী হামলা চালাল ইজরায়েল। সূত্রের দাবি, সোমবার ইজরায়েলের পক্ষ থেকে যে আক্রমণ করা হয়েছে, তাতে একসঙ্গে অন্তত ১০০ লেবাননবাসীর মৃত্যু হয়েছে।
ইজরায়েলের বক্তব্য, হেজবোল্লা গোষ্ঠীর সদস্যদের নিকেশ করতেই তাদের এই অভিযান। উল্লেখ্য, এই অভিযান চালানো হয়েছে নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করে। যে কারণে, হামলার আগে দক্ষিণ এবং পূর্ব লেবাননের আমজনতাকে তাঁদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ দূরত্বে পালিয়ে যাওয়ারও নিদান দিয়েছিল ইজরায়েলের সশস্ত্রবাহিনী।
তাদের দাবি, হেজবোল্লা জঙ্গিদের নিকেশ করতেই ক্রমশ হামলার পরিসর বাড়ানো হচ্ছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে দক্ষিণ লেবানন থেকে হাজার-হাজার সাধারণ মানুষ তাঁদের ঘর, বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তাঁদের অনেকেই গাড়িতে চড়ে বেহরুটের দিকে পালানোর চেষ্টা করছেন। যার ফলে দক্ষিণ লেবাননের বন্দর শহর সিডন থেকে বেরিয়ে আসার প্রধান সড়কে দীর্ঘক্ষণ সুদীর্ঘ যানজট দেখতে পাওয়া যায়।
তথ্য বলছে, ২০০৬ সাল থেকে হেজবোল্লাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। তারপর থেকে এই প্রথম এত বড় কোনও সামরিক অভিযান চালানো হল।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সোমবার হেজবোল্লা গোষ্ঠীর অন্তত ৩০০টি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ওইসব জায়গায় হেজবোল্লা বাহিনীর অস্ত্রভাণ্ডার থাকতে পারে বলেও ইজরায়েলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জঙ্গি দমনের উদ্দেশ্যে এদিন দক্ষিণ ও পূর্ব লেবাননের একাধিক বসত এলাকায় হামলা চালায় ইজরায়েলি সেনা। বেহরুটের উত্তরের সীমানা থেকে ৮০ মাইলেরও বেশি দূরবর্তী স্থানে অবস্থিত একটি জঙ্গলেও এদিন হামলা চালানো হয়।
ইজরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, হেজবুল্লা গোষ্ঠীকে উপড়ে ফেলতে আকাশ পথে হামলার পরিসর ক্রমশ বাড়ানো হচ্ছে। যার মধ্যে বেক্কা উপত্যকা-সহ লেবাননের পূর্ব সীমান্তের বিস্তীর্ণ এলাকা রয়েছে।
ইজরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ এনে জমা করছে হেজবোল্লা গোষ্ঠীর সদস্যরা। তাই স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা খালি করে দেওয়া উচিত।
এদিকে, হেজবোল্লার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, গালিলী এলাকায় ইজরায়েলি সেনাবাহিনীর যে ছাউনি রয়েছে, সেটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছে তারা।
অন্যদিকে, ইজরায়েলের সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, ইজরায়েলের উপর লাগাতার লেবাননের মাটি থেকে হামলা চালানো হচ্ছে। হামলাকারীদের লক্ষ্য মূলত উত্তর ইজরায়েলের বিভিন্ন অঞ্চল।