বুধবার ভোররাতে হায়দরাবাদের ভৈগুডায় লোহা এবং প্লাস্টিকের গুদামে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে অন্তত ১১ জন শ্রমিক জীবিত পুড়ে যায়, পুলিশ জানিয়েছে। দমকল বিভাগ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করেছে এবং তারা সকলেই বিহারের পরিযায়ী শ্রমিক বলে মনে করা হচ্ছে।
মুশেরাবাদ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভোর ৪টের দিকে আগুনের সূত্রপাত হয়। তখন সেকেন্দরাবাদ রেলওয়ে স্টেশনের কাছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আগুন লাগে। ভৌগুডা এলাকার আইডিএইচ কলোনির গুদামের উপরের তলায় প্রায় ১৩ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আরও তদন্ত চলছে।
জানা গিয়েছে, আগুন পুরো গুদামটিকে গ্রাস করার সাথে সাথে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর দমকল দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন কাজ করে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজ্যের পশুপালন প্রতিমন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার খোঁজখবর নিয়েছেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে তিনি বলেন, সরকার নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করবে।