প্রথমে ঝগড়া, তারপর হাতাহাতি, সবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষ! লক্ষ্মী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে এমন সংঘাতের জেরে অশান্তি ছড়াল বিহারের গয়া জেলার একটি গ্রামে।
পুলিশ সূত্র জানা গিয়েছে, ভাসানের সময় ডিজে মিউজিক বাজানোকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়। যার জেরে অন্তত ১৮ জন গুরুতর জখম হন। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোররাতে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জেলার ওয়াজিরগঞ্জ থানা এলাকার মাদারডি গ্রামের পাশ দিয়ে লক্ষ্মী প্রতিমার ভাসানের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেই সময়েই তারস্বরে ডিজে মিউজিক বাজানো হয় বলে অভিযোগ।
গ্রামীবাসীর মধ্যে অনেকে এত জোরে ডিজে মিউজিক বাজানোর প্রতিবাদ করেন। যার জেরে পরবর্তীতে সংশ্লিষ্ট যাদব ও কুশওয়াহা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের লোকেরাই অন্য পক্ষকে লক্ষ করে পাথর ও ইটের টুকরো ছুড়তে শুরু করেন। তার ফলে অন্তত ১৮ জন আহত হন।
সূত্রের দাবি, আহত এই ১৮ জনের মধ্যে ১৩ জনের আঘাত অত্যন্ত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গয়ার মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিসর্জনের একটি শোভাযাত্রা যাচ্ছিল। সেই শোভাযাত্রা স্থানীয় একটি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময়েই তারস্বরে ডিজে বাজানো নিয়ে বিবাদ শুরু হয়। সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা একটি নির্দিষ্ট জাতের মানুষ বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
তাঁদের দাবি, শোভাযাত্রা ওই গ্রামের রাস্তায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ডিজে মিউজিক বন্ধ করতে বলেন। আর, তার জেরেই বচসা ও পরে মারপিট শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, শুধু একে-অপরকে লক্ষ করে পাথর ছোড়াই নয়, বিবাদমান দুই গোষ্ঠীর মানুষকে পরস্পরকে লাঠিপেটা করতেও দেখা যায়।
এই ঘটনায় আশপাশের এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। মানুষজন ভয় পেয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েনও করা হয়।
ওয়াজিরগঞ্জের বিডিও প্রভাকর সিং জানিয়েছেন, লক্ষ্মী পুজোর পর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়েছিল। সেই সময়েই গোষ্ঠী সংঘর্ষের ঘটনাটি ঘটে স্থানীয় মাদারডি গ্রামে।
বিডিও আরও জানান, ঘটনার পরই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক-সহ বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়। বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গৌরব কুমার নামে ঘটনায় আহত এক ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় গ্রামের বাসিন্দারা তাঁদের ডিজে মিউজিক সিস্টেমের তার ছিঁড়ে দিয়েছেন। তাঁদের উপর বাঁশ নিয়ে হামলা চালিয়েছেন।