বাংলা নিউজ > ঘরে বাইরে > MP Social Boycott: দলিতের হাত থেকে প্রসাদ খেয়েছিলেন, সেই উঁচু জাতের লোকেদের গ্রাম থেকে ‘বহিষ্কার’ প্রধানের!

MP Social Boycott: দলিতের হাত থেকে প্রসাদ খেয়েছিলেন, সেই উঁচু জাতের লোকেদের গ্রাম থেকে ‘বহিষ্কার’ প্রধানের!

প্রতীকী ছবি।

অভিযোগ, ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার আটরার গ্রামে। ভোপাল থেকে যার দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। এবং জেলা সদর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

নামেই একবিংশ শতাব্দী! আমাদের এই 'জিডিট্যাল ইন্ডিয়া'-এ এখনও যে কত কুসংস্কার আর অপসংস্কৃতি শিকড় ছড়িয়ে রয়েছে, ফের একবার তার প্রমাণ পাওয়া গেল। অভিযোগ, একজন দলিত ব্যক্তির হাত থেকে প্রসাদ খাওয়ার 'অপরাধে' এলাকার অন্তত ২০টি পরিবারকে সংশ্লিষ্ট গ্রাম থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায়।

টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অন্য়ায়ের শিকার ওই পরিবারগুলিও চুপ করে বসে থাকেনি এরপর। ওই ২০টি পরিবারের সদস্যরা সরাসরি পুলিশ সুপার অগম জৈনের দ্বারস্থ হয়েছেন। আক্রান্তদের অভিযোগ, সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েত প্রধান তাঁদের বিরুদ্ধে ফতোয়া জারি করে গ্রাম থেকে তাঁদের বহিষ্কার করেছেন।

যদিও পুলিশ সুপার জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। তবে, সেটা এক পক্ষের নয়। সংশ্লিষ্ট দুই পক্ষই তাঁর কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ সুপার বলেন, 'আমরা বিষয়টি খতিয়ে দেখছি। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাজে লাগানো হয়েছে।'

অভিযোগ, ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটেছে জেলার আটরার গ্রামে। ভোপাল থেকে যার দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। এবং জেলা সদর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ২০২৪ সালের ২০ অগস্ট স্থানীয় তালাইয়া হনুমান মন্দিরে প্রসাদ বিতরণ করছিলেন জগৎ আহিরওয়ার নামে এক ব্যক্তি। তাঁর মানত পূর্ণ হওয়ায় মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ভোগ হিসাবে লাড্ডু অর্পণ করেছিলেন আরাধ্যকে। সেই লাড্ডুই তিনি সকলের মধ্যে বিতরণ করেন।

গ্রামের ২০ জনেরও বেশি বাসিন্দা সেই প্রসাদ খেয়েছিলেন। এবং তাঁরা বিভিন্ন জাতের মানুষ। তাঁদের মধ্যে কয়েকজন ব্রাহ্মণ এবং অন্যান্য 'উঁচু জাতের' লোকজনও ছিলেন।

পরে যখন খবর ছড়িয়ে পড়ে, উঁচু জাতের লোকেরা একজন দলিতের হাত থেকে প্রসাদ খেয়েছেন, এরপরই বাকি উঁচু জাতের লোকজন সেই প্রসাদ খাওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে শুরু করেন!

সেই সময় থেকেই তাঁদের আর কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। বাধ্য হয়েই পুলিশ সুপারের কাছে সরাসরি অভিযোগ করেন আক্রান্তরা। কিন্তু, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের পরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

স্থানীয় একটি সূত্র যদিও বলছে, এই ঘটনা শুধুমাত্র অপসংস্কৃতি নয়। এর পিছনে রাজনীতিও থাকতে পারে। এক্ষেত্রে বর্তমান পঞ্চায়েত প্রধানের সঙ্গে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দড়ি টানাটানিকেও দায়ী করছেন কেউ কেউ।

পরবর্তী খবর

Latest News

কিস ডে-তে চুম্বনের ভাষা হোক মধুর, প্রিয় মানুষটিকে পাঠান এই রোম্যান্টিক বার্তা ফের সচিনকে টপকালেন বিরাট, এশিয়ায় দ্রুততম ১৬ হাজার রান করার নজির কোহলির ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীকে গিফট করুন এই জিনিস, খুশিতে ডগমগ হয়ে যাবে সন্তান, চাকরি সামলাতে সপ্তাহে ৫ দিন বিমানে 'ডেইলি প্যাসেঞ্জারি' করেন এই মা! বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ, বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর স্কুলের ঢোকার ঠিক আগেই বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত্যু বিশেষভাবে সক্ষম ছাত্রীর 'নিয়মিত যোগাযোগ থাকবে', প্রকাশিত হল ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি কীভাবে ফাঁস শোকজের নথি? তদন্তের দাবি জানিয়ে একদিন আগেই জবাব অনিল ভিজের চিকেনের থেকেও বেশি প্রোটিন এই ৫ বীজে! কখন কীভাবে খেলে উপকার? হোলির আগে বক্রী হচ্ছেন শুক্র, ৩ রাশি উঠবে অর্থ সম্পদে ফুলেফেঁপে, বাড়বে রোজগার

IPL 2025 News in Bangla

ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.