ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ২০০টি মোটরবাইক ও স্কুটার! শনিবার ভোররাতে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশের বারাণসীর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের একটি পার্কিং এরিয়ায়।
ভয়াবহ সেই ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও দমকলকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তাঁরা সকলেই আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছেন।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পুলিশকর্মীরা আগুনে জল ঢালছেন। কিন্তু, তাতে আগুন বাগে আনা যাচ্ছে না! উপরন্তু, কিছু অংশে আগুনের পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ ঘন হচ্ছে। আগুন ও ধোঁয়ার কবলে গোটা এলাকাটাই যেন ধোঁয়াশার পাতলা চাদরে ঢেকে গিয়েছে!
এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া গিয়েছে, সেই অনুসারে - ঘটনাস্থলে কমপক্ষে দমকলের ১২টি ইঞ্জিনকে পাঠাতে হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সাহায্য করতে এগিয়ে আসেন রেল পুলিশ (জিআরপি) এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-এর সদস্যরাও। স্থানীয় থানার কর্মীরাও সমানভাবে তাঁদের সহযোগিতা করেন। সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা একথা জানিয়েছেন।
তবে, এই আগুনের ব্যাপ্তি মারাত্মক হলেও স্বস্তির কথা একটাই। এখনও পর্যন্ত অন্তত এই অগ্নিকাণ্ডের জেরে কারও মৃত্যু হয়েছে, বা কেউ আহত হয়েছেন - এমন কোনও খবর সামনে আসেনি। স্থানীয় সূত্র মারফতও বলা হচ্ছে, শনিবারের ভোরেরাতের এই আগুনে আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
তবে, ঠিক কী কারণে এতবড় একটি ঘটনা ঘটল, সেটা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যদিও দমকল সূত্রে বলা হচ্ছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিটের জেরেই কোনওভাবে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
জিআরপি-র সিও বাহাদুর সিংয়ের মন্তব্য উদ্ধৃত করে এনডিটিভি-র পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র বাইক বা স্কুটার নয়, ওই পার্কিং এরিয়ায় বেশ কিছু সাইকেলও দাঁড় করানো ছিল। আগুনে সেগুলিও ভষ্মীভূত হয়ে যায়।
বাহাদুর জানান, প্রাথমিকভাবে তাঁরাও মনে করছেন শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে, এই বিষয়ে শীঘ্রই তদন্তের কাজ শুরু করা হবে। তদন্ত শেষ হলেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।
স্থানীয় প্রশাসনের আধিকারিকরা আরও জানিয়েছেন, এদিনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যে মোটরবাইক ও স্কুটারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অধিকাংশই রেলের কর্মী ও আধিকারিকদের।