বাংলা নিউজ > ঘরে বাইরে > Army Truck catches Fire: কাশ্মীরে আর্মির গাড়িতে দাউ দাউ করে আগুন, মর্মান্তিক মৃত্যু ৫ সেনার

Army Truck catches Fire: কাশ্মীরে আর্মির গাড়িতে দাউ দাউ করে আগুন, মর্মান্তিক মৃত্যু ৫ সেনার

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে যায় (PTI Photo)  (PTI)

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কাশ্মীরের পাহাড়ি রাস্তায় দাউ দাউ করে আগুন সেনার গাড়িতে। 

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে যায়। বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত ৫জনের মৃত্য়ু হয়েছে। একজন জখম হয়েছেন এই ঘটনায়। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দর আনন্দ একথা জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্ভবত ভাটা ধুরিয়ান এলাকায় আচমকাই প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছিল। আর তাতেই আগুন ধরে যায় আর্মির গাড়িতে।গাড়িটি ভিমবের গালি থেকে সাঙ্গিয়োটের দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, দুপুর তিনটে নাগাদ ভারতীয় সেনার একটা গাড়িতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচজন সেনার মৃত্যু হয়েছে। একজন জখম হয়েছেন। সূ্ত্রের খবর, ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার দ্রুত ঘটনাস্থলে যান। পুঞ্চ থেকে ওই জায়গাটি প্রায় ৯০ কিমি দূরে।

এদিকে গত বছর কাশ্মীরের কাছে কাটরাতে তীর্থযাত্রী বোঝাই একটা বাসে আচমকা আগুন ধরে যায়। সেই সময় চারজন তীর্থযাত্রীর মৃত্য়ু হয়। ২২জন তীর্থযাত্রীর আহত হয়েছিলেন এই ঘটনায়। এরপর জম্মু অ্য়ান্ড কাশ্মীর ফ্রিডম ফাইটার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল স্পেশাল স্কোয়াড এই আগুনের পেছনে ছিল। তারাই আইইডি ব্লাস্ট করেছিল।

 

বন্ধ করুন