বাংলা নিউজ > ঘরে বাইরে > মাদুরাইয়ে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ মহিলা-সহ মৃত কমপক্ষে ৫

মাদুরাইয়ে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ মহিলা-সহ মৃত কমপক্ষে ৫

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৩ মহিলা-সহ মৃত কমপক্ষে ৫ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কয়েকজন কর্মী কারখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ওই পাঁচজন সেখানেই আটকে পড়েন।

বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে পাঁচজন কর্মীর। তাঁদের মধ্যে তিনজন মহিলা। ঘটনাটি তামিলনাড়ু মাদুরাইয়ের।

শুক্রবার মাদুরাইয়ের টি তালুপাট্টি এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়। তার জেরে কারখানায় আগুন ধরে যায়। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েকজন কর্মী কারখানা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ওই পাঁচজন সেখানেই আটকে পড়েন। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। 

খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় বীরধুনানগর এবং শ্রীভিল্লিপুথুরের দমকল বাহিনী। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক তদন্ত অনুযায়ী, বাজিতে যে রাসায়নিক ঠাসা হয়, তাতে আগুন ধরে গিয়েছিল। তা থেকে একাধিক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছ সংবাদসংস্থা এএনআই।

মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ডিএমকের সভাপতি এম কে স্টালিন। দীপাবলির আগে বাজি কারখানাগুলিতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি করেছেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানেরও দাবি জানিয়েছেন তিনি।

বন্ধ করুন