বাংলা নিউজ > ঘরে বাইরে > 'রাজনৈতিক লেন্স দিয়ে মানবাধিকারের ব্যাখ্যা ঠিক নয়', NHRC-র অনুষ্ঠানে বললেন মোদী

'রাজনৈতিক লেন্স দিয়ে মানবাধিকারের ব্যাখ্যা ঠিক নয়', NHRC-র অনুষ্ঠানে বললেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে এএনআই) (ANI)

মোদী বলেন যে, কিছু লোক একটি বিশেষ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন দেখেন, তারা অন্য ক্ষেত্রে এই ধরনের অধিকারের লঙ্ঘন উপেক্ষা করেন।

'বাছবিচার করে মানবাধিকারের ব্যাখ্যা ঠিক নয়', জাতীয় মানবাধিকার কমিশনের ২8তম বার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন যে, কিছু লোক একটি বিশেষ ঘটনায় মানবাধিকার লঙ্ঘন দেখেন, তারা অন্য ক্ষেত্রে এই ধরনের অধিকারের লঙ্ঘন উপেক্ষা করেন। তিনি বলেন, ‘কিছু মানুষ মানবাধিকার লঙ্ঘনের নামে দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেন। মানুষের উচিত এ বিষয়ে সজাগ থাকা।’

প্রধানমন্ত্রী বলেন, 'মানবাধিকারের একটি দিক আছে যা আমি আজ আলোচনা করতে চাই। আজকাল, আমরা দেখি যে মানুষ মানবাধিকারকে এমনভাবে ব্যাখ্যা করতে শুরু করেছে যা তাদের উপকার করে। যাইহোক, যখন এই ঘটনাগুলিকে রাজনৈতিক লেন্স দিয়ে দেখা হয়, তখন এই অধিকারগুলি মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়। এই বাছবিচারের আচরণ আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।' তিনি আরও বলেন, 'এই ধরনের মানসিকতা মানবাধিকারের ধারণাটিকেও ক্ষতিগ্রস্ত করে। আমাদের এধরনের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।'

প্রধানমন্ত্রী মোদী মানবাধিকার এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের মধ্যে একটি সাদৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, 'আমরা শতাব্দী ধরে আমাদের অধিকারের জন্য লড়াই করেছি এবং একটি দেশ এবং সমাজ হিসাবে, সর্বদা অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।' তিনি বলেন, 'ভারত বরাবরই মানবাধিকারের বিষয়গুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবেদনশীল।' 

 

বন্ধ করুন