রাশিয়া বনাম ইউক্রেন, ইজরায়েল বনাম হামাস সংঘাতের জেরে জেরবার বিশ্বের নানান প্রান্ত। তারই মাঝে এদিন শান্তির বার্তা উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। ওড়িশার ভুবনেশ্বরে ১৮তম প্রবাসী দিবসে এদিন বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীর সাফ বার্তা ভবিষ্যত নিহিত যুদ্ধে নয়, বরং রয়েছে বুদ্ধে।
নরেন্দ্র মোদী বলেন, ভারত শুধু গণতন্ত্রের মা-ই নয়, বরং গণতন্ত্র মানুষের জীবনের অংশ এখানে। মোদী বলেন, আজ বিশ্ব ভারতের কথা শোনে। যে দেশ শুধু নিজের দৃষ্টিভঙ্গির কথাই জোরালোভাবে তুলে ধরে না, তারসঙ্গে গ্লোবাল সাউথের কথাও তুলে ধরে। এই সমাবেশে নরেন্দ্র মোদী বলেন,'ভারত তার ঐতিহ্যের শক্তির কারণে, বিশ্বকে বলতে সক্ষম হয়েছে যে ভবিষ্যত যুদ্ধে নয়, বুদ্ধের (শান্তি) মধ্যে (নিহিত) রয়েছে।' মোদী তাঁর ভাষণে তুলে ধরেন সম্রাট অশোকের কথা। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন,' সম্রাট অশোক এখানে শান্তির পথ বেছে নিয়েছিলেন যখন বিশ্ব তলোয়ারের জোরে সাম্রাজ্য বিস্তার করছিল। এই উত্তরাধিকার ভারতকে বিশ্বকে বলতে অনুপ্রাণিত করে যে.. ভবিষ্যত বুদ্ধের মধ্যে নিহিত, যুদ্ধে নয়।' মোদী বলেন, ভারতের প্রবাসীরা যাঁরা, যে দেশে থাকেন, সেই দেশে তাঁদের ভারতের প্রতিনিধি বলে মনে করে এদেশ। প্রবাসী ভারতীয়দের প্রতি মোদীর বার্তা,' আপনার মূল্যবোধ বিশ্ব নেতাদের ভারতীয় প্রবাসীদের প্রশংসা করতে বাধ্য করে। আপনি সমাজের সাথে সংযোগ স্থাপন করেন, স্থানীয় ঐতিহ্যকে সম্মান করেন এবং আপনার হৃদয়ে ভারতকে বাঁচিয়ে রাখেন। সংকট পরিস্থিতিতে আমাদের প্রবাসীদের সাহায্য করাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি, তাঁরা যেখানেই থাকুক না কেন।'
ভারতের স্বাধীনতায় সেই আমলে প্রবাসীদের ভূমিকারও প্রসঙ্গ তুলে ধরেন নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, অসুবিধার সময়ে, আপনারা আত্মবিশ্বাসী থাকতে পারেন যে মোদী সরকার আপনাদের সঙ্গে রয়েছে।' এদিনের অনুষ্ঠানে ৫০ টি দেশ থেকে অংশগ্রহণ করতে দেখা যায় প্রবাসী বহু ভারতীয়দের। এই অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি, ঐক্য ও উন্নয়নকে উদযাপন করা হয়েছে।