পাক মন্ত্রী বিলাওয়ালের উপস্থিতিতে এসসিও সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, ‘যখন বিশ্ব কোভিড এবং এর পরিণতির মুখোমুখি হয়েছিল, তখন সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের নজর সরিয়ে নেওয়া সমাজের পক্ষে ক্ষতিকর দিক হবে।'
1/6কয়েক মাস আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী পদে আসীন হয়েই ভারতকে টার্গেট করে একাধিক বক্তব্য রেখেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিশ্ব মঞ্চে বিলাওয়ালের মন্তব্যের তীব্র বিরোধিতা করে দিল্লি। এরপর সময় গড়িয়েছে, সিন্ধ-গঙ্গা দিয়ে গড়িয়েছে জল। ২০২৩ সালে ‘সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন’ এর বিদেশমন্ত্রীদের সম্মেলন আয়োজিত হয় ভারতে। গোয়ায় আয়োজিত এই সম্মেলনে এসেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল। শুক্রবার তাঁর মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর মুখমুখি হওয়ার প্রথম মুহূর্ত থেকে কার্যত জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাস ও পাকিস্তানকে নিয়ে দিল্লি কোন পথে হাঁটছে। (Rahul Singh)
2/6পাক মন্ত্রী বিলাওয়ালের উপস্থিতিতে পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদ নিয়ে টার্গেট করেন ভারতের বিদেশমন্ত্রী। এসসিও সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, ‘যখন বিশ্ব কোভিড এবং এর পরিণতির মুখোমুখি হয়েছিল, তখন সন্ত্রাসবাদের হুমকি নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। এই হুমকি থেকে আমাদের নজর সরিয়ে নেওয়া সমাজের পক্ষে ক্ষতিকর দিক হবে। আমরা বলিষ্ঠভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদের কোনও যৌক্তিকতা হয় না। সব ধরনের সন্ত্রাসবাদ ও তা প্রকাশ বন্ধ হোক, তার মধ্যে সীমান্ত পারের সন্ত্রাসও রয়েছে। ’ (Indian Foreign Ministry via AP) (Rahul Singh)
3/6একধাপ এগিয়ে এস জয়শঙ্কর বলেন,' সন্ত্রাসবাদের রাস্তা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ এখনই স্তব্ধ করা উচিত, ও কোনও পার্থক্য না করেই তা বন্ধ করা উচিত। সদস্যদের মনে করিয়ে দিই যে, এসসিওর মূল আদেশনামার মধ্যে রয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই।' এর পাশাপাশি, জয়শঙ্কর বলেন, আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর থেকে সেদেশের পরিস্থিতিকে ‘ কেন্দ্র করে রয়েছে আমাদের নজর’। সাফ বার্তায় জয়শঙ্কর বলেন, আফগানিস্তানে মাদকের চোরা পাচার রোখার ক্ষেত্রে মানবিক সমস্ত সাহায্যের দিল্লির প্রাথমিক লক্ষ্য। এছাড়াও, মহিলা, শিশু ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়েও সেদেশের পরিস্থিতির সাপেক্ষে দিল্লি যে নজর রাখছে, তা জানিয়ে দেন জয়শঙ্কর। . (Photo by INDIAN MINISTRY OF EXTERNAL AFFAIRS / AFP) (Rahul Singh)
4/6সাফ বার্তায় জয়শঙ্কর বলেন, আফগানিস্তানে মাদকের চোরা পাচার রোখার ক্ষেত্রে মানবিক সমস্ত সাহায্যের দিল্লির প্রাথমিক লক্ষ্য। এছাড়াও, মহিলা, শিশু ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়েও সেদেশের পরিস্থিতির সাপেক্ষে দিল্লি যে নজর রাখছে, তা জানিয়ে দেন জয়শঙ্কর।(PTI Photo)(PTI05_05_2023_000040A) (Rahul Singh)
5/6এদিকে, ভারতে পা রেখে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, ‘গোয়ায় সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে অংশ নিতে পেরে আমি খুশি। আমি এসসিওতে পাকিস্তানি প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছি। আশা করছি এসসিওর বিদেশমন্ত্রীদের এই সম্মেলন সাফল্যমণ্ডিত হবে। ’ (PTI Photo)(PTI05_05_2023_000041B) (Rahul Singh)
6/6এর আগে, এসসিও সম্মেলনে যে ছবি দিল্লির কূটনীতির শক্তিশেল হিসাবে উঠে আসছে, তা ছিল এই দৃশ্য। যেখানে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতে দেখা যায়নি ভারতের বিদেশমন্ত্রীকে। বিলাওয়ালকে দেখে হাত জোড় করে নমস্কার জানিয়ে সম্ভাষণ জানান এস জয়শঙ্কর। প্রেক্ষিতে বিলাওয়ালও হাত জোড় করে নমস্কার জানান। ভারতের বিদেশমন্ত্রীর এই পদক্ষেপ ভারত-পাক কূটনীতিতে তাবড় স্টান্স বলে মনে করা হচ্ছে। . (ANI Photo/Rahul Singh) (Rahul Singh)