Atal Bridge: লন্ডন হল আমদাবাদ! পথচারী ও সাইকেল আরোহীদের জন্য তৈরি ‘অটল ব্রিজ’, উদ্বোধন মোদীর
Updated: 27 Aug 2022, 05:56 PM ISTAtal Bridge: একটুকরো লন্ডন যেন উঠে এল আমদাবাদে। সবরমতী নদীর উপর শুধু পথচারীদের জন্য তৈরি ‘অটল ব্রিজ’-র উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ব্রিজের ছবি টুইটও করেছেন। লিখেছেন, ‘এটা দুর্দান্ত না!’
পরবর্তী ফটো গ্যালারি