Atal Pension Yojana rule change: অটল পেনশন যোজনায় (APY) বড়সড় পরিবর্তন। অর্থ মন্ত্রকের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়কর প্রদানকারীরা আর এই স্কিমে যোগদান করতে পারবেন না। আগামী ১ অক্টোবর থেকে এটি প্রযোজ্য।
1/5আগামী ১ অক্টোবর, ২০২২ থেকে, যে কোনও আয়কর প্রদানকারী ব্যক্তি APY তে যোগদানের যোগ্য(এলিজেবল) হবেন না, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5যদি কোনও ব্যক্তি, ১ অক্টোবর বা তার পরে যোগদান করেন, এবং পরবর্তীতে আবেদনের তারিখে বা তার আগে আয়করদাতা ছিলেন বলে প্রমাণিত হয়, তাহলে APY অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/5APY, একটি 'সরকারি গ্যারান্টিযুক্ত স্কিম'। কর ছাড়ের সুবিধাও প্রদান করে। যাঁরা এই প্রকল্পে টাকা রাখছেন, তাঁরা আয়করের 80CCC ধারা এবং 80CCD র অধীনে অতিরিক্ত কর ছাড়ের সুবিধা পান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/5স্কিমে তালিকাভুক্তির সময়, অন্তত ১৮ বছর বয়স হতে হবে। সর্বোচ্চ বয়স ৪০ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)
5/5অটল পেনশন যোজনাকে দেশের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্কিম হিসাবে মনে করা হয়। ২০১৫ সালে মোদী সরকার এই স্কিমটি চালু করে। এটি মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কথা মাথায় রেখে সাজানো। APY তে রিটার্নের অঙ্ক, তা বেছে নেওয়ার সময়েই পূর্ব নির্ধারিত থাকে। ফলে এটি একটি নির্ভরযোগ্য স্কিম হিসাবে বিবেচিত হয়। ফাইল ছবি: রয়টার্স (Reuters)