দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। তাঁর সঙ্গেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপ নেত্রী অতিশী রাজ্যপালের কাছে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে অতিশী স্পষ্ট করলেন তাঁর লক্ষ্য। তিনি বলেছেন, তাঁর একমাত্র উদ্দেশ্য হল অরবিন্দ কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী করা।
আরও পড়ুন: সরছেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির নয়া মুখ্যমন্ত্রী বেছে নিল আম আদমি পার্টি
অতিশী জানান, কেজরিওয়ালকে পুনরায় মুখ্যমন্ত্রী করার পাশাপাশি তাঁর লক্ষ্য হবে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি চালু রাখা। তিনি বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত দিল্লির মানুষের জন্য আমি এই উদ্দেশ্য নিয়ে কাজ করব। আমাদের অরবিন্দ কেজরিওয়ালকে আবার দিল্লির মুখ্যমন্ত্রী করতে হবে। দিল্লিতে শুধুমাত্র একজনই মুখ্যমন্ত্রী আছেন, তাঁর নাম অরবিন্দ কেজরিওয়াল।’ একইসঙ্গে দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে আপ পুনরায় সরকার গঠন করবে বলে তিনি দাবি করেছেন। এছাড়াও, তাঁর ওপর আস্থা রাখার জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ জানান অতিশী।
উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হতে পারে। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই রবিবার পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেন কেজরিওয়াল। তিনি দাবি করেছিলেন, দিল্লিতে বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে নির্বাচনের পাশাপাশি নভেম্বরে হবে। আপের এই সিদ্ধান্তের পরেই বিজেপি অতিশীকে ‘পুতুল মুখ্যমন্ত্রী’ বলে কটাক্ষ করেছে।
এদিকে, এক আপ নেতা দাবি করেছেন, অতিশীর নতুন মন্ত্রিসভায় পূর্ণ শক্তি থাকবে। মুখ্যমন্ত্রী সহ সাতজন মন্ত্রী থাকবেন। বিজেপির বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালকে হয়রানি করার অভিযোগ তুলেছে আপ। তাদের অভিযোগ, গত দু বছর ধরে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে হয়রানি করতে এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কোনও কসরত রাখেনি। একজন আপ নেতা দাবি করেছেন, দিল্লির মানুষ কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায়। কারণ তারা জানে যে তিনি এখন সৎ মানুষ। তাকে ছাড়া বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ, মহল্লা ক্লিনিক এবং বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই, বিজেপি কটাক্ষ করেছে যে অতিশীকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে কেজরিওয়াল দিল্লিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়ছে।