অর্ণব গোস্বামীকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে একাধিক ‘কুরুচিকর’ টুইট করেছিলেন। সেজন্য কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করার সায় দিলেন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল।
২০১৮ ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় বুধবার অর্ণবকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শীর্ষ আদালত এবং বিচারপতিদের বিরুদ্ধে একাধিক ‘কুরুচিকর’ টুইট করেন কুণাল। তা নিয়ে কুণালের বিরুদ্ধে একাধিক আইনজীবী আদালত অবমাননার মামলার শুরুর আর্জি জানান। তা নিয়ে কুণাল টুইটারে মজা করেন। যিনি বিমানের মধ্যে অর্ণবকে একাধিক প্রশ্ন করেছিলেন। সেজন্য তাঁর বিমানযাত্রার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল একাধিক উড়ান সংস্থা।
স্কন্দ বাজপেয়ী নামে এক ব্যক্তির চিঠির উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, 'নীচে যে টুইটগুলি দেওয়া হয়েছে, তা শুধু বাজে মনোবৃত্তির নয়, তা মজা এবং আদালত অবমাননার মধ্যে যে সীমা আছে, তা স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে।' দুটি টুইটের উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। পাশাপাশি সুপ্রিম কোর্টের একটি বিকৃত ছবিরও উল্লেখ করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমাদের অন্য টুইটগুলি অত্যন্ত আপত্তিকর এবং এটা সম্ভবত আদালত সিদ্ধান্ত নেবে যে সেই টুইটগুলি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননা শুরু হবে কিনা।'
একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, 'আমার মনে হয়, বর্তমানে মানুষ মনে করেন, বাক স্বাধীনতার ক্ষমতা প্রয়োগ করে খোলাখুলি এবং নির্লজ্জভাবে সুপ্রিম কোর্ট এবং বিচারপতিদের নিন্দা করতে পারেন। কিন্তু সংবিধানে বাকস্বাধীনতার অবমাননার বিষয়টিও আছে এবং আমার মতে, এটাই মানুষের বোঝার সময় অযাচিত এবং নির্লজ্জভাবে সুপ্রিম কোর্টকে আক্রমণ করলে ১৯৭২ সালে আদালত অবমাননার আইনে শাস্তি মিলতে পারে।'