বিজেপি নেতার ছেলের অডি গাড়ি ধাক্কা দিয়েছিল একের পর এক গাড়িকে। চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সঙ্কেত ও তার বন্ধুরা এই অডি গাড়ি দুর্ঘটনার আগে একটা পানশালায় ছিলেন। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হল বিজেপি নেতার ছেলে যে বারে ছিলেন বলে দাবি করা হচ্ছে সেই পানশালাতে যে সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ উধাও হয়ে গিয়েছে বলে খবর।
সঙ্কেতের ওই গাড়ি চালাচ্ছিলেন অর্জুন হাওরে। সোমবার রামদেশপুরে একাধিক গাড়িতে ধাক্কা দেয় ওই গাড়ি। এর জেরে দুজন বাইক আরোহী আহত হয়েছিলেন।
এদিকে একটি পোলো গাড়িকে ধাক্কা দিয়েছিল ওই অডি গাড়িটি। সেই গাড়িটি আবার অডিকে তাড়া করে ধরে ফেলে। তারা অডি গাড়ি থেকে দুজনকে ধরে ফেলেন।
হাওড়েকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত পান। তবে যে সময় তারা বারে ছিলেন সেই সময়কার বারের সিসি ক্যামেরার ফুটেজ একেবারে উধাও।
পুলিশের দাবি, আমরা ওদের ডিভিআর বাজেয়াপ্ত করেছি। সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গেই পুলিশ জানিয়েছে ওই বারের ম্যানেজার মঙ্গলবার সিসিটিভি ফুটেজ দিতে চাইছিলেন না। তবে পরে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বললে তারা সুর নরম করেন।
তবে পুলিশ জানিয়েছে সঙ্কেত গাড়িতে থাকলেও তিনি গাড়ি চালাচ্ছিলেন না। তিনি মদ্যপান করেছিলেন। সেই সঙ্গে মাংস খেয়েছিলেন।
তবে এভাবে সিসি ক্যামেরার ফুটেজ হাওয়া হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে প্রশ্ন রয়েছে। তবে কি বিজেপি নেতার ছেলে রয়েছে বলেই পরিকল্পিতভাবে এভাবে সিসি ক্যামেরার ফুটেজ সরানো হল?